গণমাধ্যম বিষয়ে মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেটের ইংরেজি কোর্সে রেজিস্ট্রেশন শুরু

Looks like you've blocked notifications!

মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেট ‘গণমাধ্যম বিষয়ে শিক্ষাবিদদের জন্য ইংরেজি কোর্স’ শুরু করতে যাচ্ছে। চতুর্থ সেশনের কোর্সের জন্য চলছে রেজিস্ট্রেশন। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত বিনামূলে চলবে এই প্রশিক্ষণ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সকালের ওই পোস্টে বলা হয়েছে, ‘শেখার জন্য প্রস্তুত হোন।’ কোর্সগুলো বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে উল্লেখ করে রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে। বলা হয়েছে, এই MOOC কোর্সটি স্বয়ংক্রিয়, অর্থাৎ অংশগ্রহণকারীরা কোনো প্রশিক্ষকের সঞ্চালনা ছাড়াই স্বাধীনভাবে এর পাঠ গ্রহণ করতে পারবেন। সঙ্গে যুক্ত ছবিতে কোর্ডের সময়সীমা ও বিষয় উল্লেখ করা হয়েছে।

আগামী ১৬ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের কোর্সে আছে গণমাধ্যমের জন্য ইংরেজি, সাংবাদিকতার জন্য ইংরেজি, ব্যবসা ও উদ্যোক্তাদের জন্য ইংরেজি, কেরিয়ার উন্নয়নের জন্য ইংরেজি, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের জন্য ইংরেজি।

রেজিস্ট্রেশন লিঙ্ক :

https://www.openenglishprograms.org/MOOC?fbclid=IwAR0eBgC-P_27yFm78Qz63orV7R2aWS_K4wDZyj0K-jk2WwMJPsW2014BBsY