ইতালিতে সেতু থেকে বাস ছিটকে পড়ে নিহত ২১
ইতালির ভেনিস নগরীতে মিথেন গ্যাস চালিত একটি বাস সেতু থেকে ছিটকে পড়ে আগুন লেগে দুই শিশু ও বিদেশি পর্যটকসহ কমপক্ষে ২১ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে। খবর এএফপির।
ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো এ প্রসঙ্গে তার ফেসবুক পেজে লেখেন, ‘আজ সন্ধ্যায় আমাদের জনজীবনে একটি বিয়োগান্তক ঘটনা ঘটেছে।’ তিনি দুর্ঘটনাস্থলকে একটি রহস্যজনক ঘটনার উন্মোচন এলাকা হিসেবে বর্ণনা করেন।
ভেনিসের গভর্নর লুকা জাইয়া বলেন, ‘দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে আর ২০ জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মৃতদেহগুলো আলাদা করে পরিচয় শনাক্তের কাজ চলছে। নিহত ও আহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছে তারা শুধুমাত্র ইতালির নাগরিক নয়।’
সিটি হলের একজন কর্মকর্তা জানান মৃতদের মধ্যে ইউক্রেনের পর্যটক রয়েছে। তবে ইতালির বার্তা সংস্থা এএনএসএ জানায়, নিহতদের মধ্যে জার্মান ও ফ্রেঞ্চ নাগরিকও রয়েছে।
সিটি কর্মকর্তাদের একজন বার্তা সংস্থা এএফপিকে জানান, আহতদের মধ্যে তিনজন ইউক্রেনিয়ান, একজন করে ক্রোয়েশিয়ান, জার্মান ও ফ্রেঞ্চ নাগরিক রয়েছে।
ভেনিসের ঐতিহাসিক স্থান থেকে বাসটির যাত্রীরা তাদের ক্যাম্পে ফিরছিল এবং স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে (গ্রিনিচ মান সময় বিকেল ৫টা ৩০ মিনিট) এই দুর্ঘটনাটি ঘটে।
অগ্নিনির্বাপক কর্মীরা জানায়, বাসটি সেতুর রেলিং ভেঙে ইতালির উত্তরাঞ্চলের মেস্ত্রে ও মার্ঘেরা জেলাকে সংযুক্ত করা রেললাইনের ওপর ছিটকে পড়ে।
এএফপির ফটোগ্রাফার দেখতে পান বাসটি উল্টে নিচে পড়ায় ও আগুন ধরে যাওয়ায় সেখানকার পুড়ে যাওয়া অংশগুলোতে কাজ করছেন দমকলকর্মীরা।
অগ্নিনির্বাপক কর্মীরা এ সময় যানটির ব্যাটারি ঠাণ্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিলেন।
এদিকে, দুর্ঘটনার ক্ষয়ক্ষতিতে দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জিওরজিয়া মেলোনি। মেলোনি জানান বিষয়টি নিয়ে পরিবহনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।