নোবেল জয়ের খবর পেয়েও ক্লাসেই ফিরে গেলেন অ্যান লিয়ের

Looks like you've blocked notifications!
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জয়ী অ্যান জেনেভি লিয়ের। ছবি : নোবেল কমিটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে

পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করেছে নোবেল ফাউন্ডেশন। এ বছর যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের পিয়েরে আগোস্তিনি, জার্মানির ফেরেন্স ক্রাউজ ও ফ্রান্সের অ্যান লিয়ের। পরমাণু ও অণুর ভেতরে ইলেকট্রনের জগৎ নিয়ে পরীক্ষার জন্য তাদের এই পুরস্কার প্রদান করা হয়।

সবাই নোবেল পদার্থবিজ্ঞানের পুরস্কার পাওয়ার খবরে হয়েছেন বিশেষভাবে আপ্লুত। তবে এর মধ্যে ফ্রান্সের অ্যান জেনেভি লিয়েরের অভিব্যক্তি ছিল একদম আলাদা। নিবেদিতপ্রাণ এই পদার্থবিদকে যখন ফোন করে জানানো হয় যে তিনি নোবেল পুরস্কার অর্জন করেছেন, তখনও তিনি তাড়াহুড়োর মধ্যে ছিলেন তার শিক্ষার্থীদের জন্য ক্লাসে ফিরে যেতে।

নোবেল কমিটির অফিসিয়াল ফেসবুক পেজ ‘দি নোবেল প্রাইজ’ মঙ্গলবার (৩ অক্টোবর) এক পোস্টে জানায়, পদার্থবিদ্যায় আমাদের নতুন নোবেল বিজয়িনী অ্যান লিয়ের ব্যস্ত ছিলেন সুইডেনের লুদ বিশ্ববিদ্যালয়ে তার সকালের বক্তৃতায়। নির্দিষ্ট সময় পর ক্লাসের বিরতিতে তিনি তার ফোনে একাধিক মিসড কল দেখতে পান। পরে ফোনে পান নোবেল পুরস্কার জয়ের খবর।

খবর পেয়ে খুশি হলেও শিক্ষায় নিবেদিতপ্রাণ এই শিক্ষিকা ফোন রেখে দেওয়ার পর আবারও ফিরে যান তার ক্লাসে শিক্ষার্থীদের জন্য জ্ঞানের পসরা সাজাতে।

যাবার আগে প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়ছি...খুব কম কয়েকজন নারীর মধ্যে একজন হতে পারাটা সত্যিই বিশেষ কিছু।’

দুই ছেলের মা অ্যান লিয়ের আরও বলেন, ‘পরিবার ও বাচ্চাদের নিয়ে একটি সাধারণ জীবন’ তার পেশাজীবনে নিজেকে গবেষক হতে সাহায্য করেছে।