আগামী মাসেই শি’র সঙ্গে দেখা হতে পারেন বাইডেনের

Looks like you've blocked notifications!
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : এএফপি

আগামী মাসে অর্থাৎ, নভেম্বরে সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলন। এ সময়েই চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দেখা হতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। আজ শুক্রবার (৬ অক্টোবর) প্রেসিডেন্ট বাইডেনই এই তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

হোয়াইট হাউজে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অ্যাপেক সম্মেলনে শি’র সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, তার সঙ্গে বৈঠক হবে কিনা তা নির্ধারণ হয়নি।’

বৈঠকের বিষয়ে বেইজিং ও ওয়াশিংটন থেকে এখনও কোনো কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের টানাপোড়েন নতুন নয়। বিভিন্ন ইস্যুতে মতানৈক্য রয়েছে বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির দেশের। তবে, সম্প্রতি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্কের উন্নয়ন করতে চায় বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। এরপরেই শি’র সঙ্গে বাইডেনের সম্ভাব্য বৈঠকের বিষয়টি সামনে এলো।