আফগানিস্তানে ভূমিকম্পে নিহত হাজার ছাড়িয়েছে : সরকারি মুখপাত্র
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/08/bhuumikmp_aaphgaanistaan_chbi.jpg)
আফগানিস্তানে গতকাল শনিবার ভূমিকম্প এবং টানা কয়েকটি বড় ধরনের আফটার শকের ঘটনায় নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি মুখপাত্র।
আজ রোববার (৮ অক্টোবর) ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র বিলাল করিমি বার্তা সংস্থা এএফপিকে এ বিষয়ে বলেন, ‘দুঃখজনক হলেও এটা বাস্তব, হাতাহতের সংখ্যা অনেক বেশি। মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।’
আফগানিস্তানের হেরাত প্রদেশে শনিবার রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প এবং তারপরে বেশ কয়েকবার আফটার শক হয়। হেরাত শহরের একজন অধিবাসী আব্দুল শাকুর সামাদি জানান, শনিবারের শক্তিশালী ভূমিকম্পটি প্রথম আঘাত হানার পর দুপুর নাগাদ পাঁচটি শক্তিশালী আফটার শক হয়।
শাকুর সামাদি বলেন, ‘সব মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। বাড়িঘর, অফিস-আদালত, দোকানপাট সব মানুষশূন্য হয়ে পড়ে। সবাই আরও ভূমিকম্পের আশঙ্কা করছিলেন। পরিবারের সঙ্গে আমি ঘরেই ছিলাম। আমরা প্রচণ্ড ভূমিকম্প অনুভব করি। একসময় ভয়ে সবাই বাইরে বের হয়ে আসি।’
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পটি প্রথম আঘাত হানার পর ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ৫ মাত্রার আরও তিনটি আফটার শক অনুভূত হয়। তাছাড়া আরও বেশ কয়েকবার অপেক্ষাকৃত কম মাত্রায় পুরো এলাকা কেঁপে ওঠে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/10/08/bhuumikmp_aaphgaanistaan_inaar.jpg)
এদিকে আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ আব্দুল্লাহ জান জানান, হেরাত প্রদেশের জেন্ডা জেলার চারটি গ্রামের বাড়িঘর ভূমিকম্প ও আফটার শকের কারণে ধ্বংস হয়ে গেছে। এছাড়া ফারাহ ও বাদঘিস প্রদেশ থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।