ইসরায়েল-ফিলিস্তিন লড়াই বন্ধে যা বলল চীন

Looks like you've blocked notifications!
চীনের পতাকা। ফাইল ছবি

চলমান ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার লড়াই বন্ধে চীন ‘দ্বিরাষ্ট্রীয় সমাধান’ প্রস্তাব করেছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রকে ক্রমবর্ধমান ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা বন্ধে তার দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে তারা। আজ রোববার (৮ অক্টোবর) অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) বৈঠকে এই প্রস্তাব ও আহ্বান জানায় দেশটি। খবর ব্লুমবার্গ ও হিন্দুস্তান টাইমসের।

চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইউএনএসসি বৈঠকে চার দফা প্রস্তাব উত্থাপন করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, ‘‘একটি ‘দ্বি-রাষ্ট্র’ সমাধান হলো...মৌলিক উপায়।’’ তিনি বলেন, ‘চীন আবারও কাউন্সিলকে বিবৃতিতে সম্মত হতে চেষ্টা করবে।

ইসরায়েল ও ফিলিস্তিন সংঘর্ষে শুধুমাত্র একটি অঞ্চলেই প্রায় ২০০ জন মারা গেছে। নিহতদের বেশিরভাগই ছিল ফিলিস্তিনি, যার মধ্যে কয়েক ডজন শিশুও ছিল। এর প্রেক্ষাপটে জাতিসংঘের বৈঠক অনুষ্ঠিত হয়।

যতদ্রুত সম্ভব ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধানের’ ভিত্তিতে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে দুপক্ষকে আহ্বানের পক্ষে চীন।

নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ফিলিস্তিন-ইসরায়েলের বর্তমান উত্তেজনা ও সহিংসতার ঘটনায় বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন। আমরা উভয় পক্ষকে শান্ত ও সংযম ধরে রাখার আহ্বান জানাই।’

এই মুখপাত্র আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত স্থায়ী শান্তির উপায় খুঁজে বের করতে হবে। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আলোচনা বাড়ানোর পাশাপাশি ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আলোচনা পুনরায় শুরুর প্রক্রিয়া সহজ করতে হবে।’