মিসরে পুলিশ সদস্যের গুলিতে দুই ইসরায়েলি পর্যটক নিহত

Looks like you've blocked notifications!
গুগল ম্যাপ থেকে নেওয়া

মিসরের আলেকজান্দ্রিয়া শহরে এক পুলিশ সদস্যের গুলিতে তিনজন নিহত হয়েছেন। এরমধ্যে দুজনই ইসরায়েলি পর্যটক। আর বাকিজন মিসরীয়। তিনি ওই দুই ইসরায়েলির ট্যুর গাইড হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মিসরের স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

আজ রোববার (৮ অক্টোবর) মিসরের সম্প্রচার মাধ্যম এক্সট্রা নিউজ একজন নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানিয়েছে, ওই পুলিশ সদস্যের গুলিতে আরও একজন আহত হয়েছে। মূলত আলেকজান্দ্রিয়ার ঐতিহাসিক স্থান পম্পেই পিলারে আসা একদল ইসরায়েলি পর্যটক গ্রুপের ওপর হামলা চালানো হয়।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আহতদের একজন ইসরায়েলি বলে নিশ্চিত করেছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, কর্তৃপক্ষ ইসরায়েলিদের দেশে ফিরিয়ে আনতে মিসরীয় সরকারের সঙ্গে কাজ করছে।

এক্সট্রা নিউজের তথ্যমতে, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ওই হামলাকারীকে হেফাজতে নেওয়া হয়। হামলার স্থানটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হতাহতদের হাসপাতালে নিতে পম্পেই পিলার এলাকায় তিন অ্যাম্বুলেন্স রয়েছে।