হামাস শুরু করেছে, আমরা শেষ করব : ইসরায়েলের প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এএফপির ফাইল ছবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘যদিও এই যুদ্ধ ইসরায়েল শুরু করেনি, তবে এটি শেষ করবে।’ সোমবার (৯ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন নেতানিয়াহু। খবর এনডিটিভির।  

হামাসের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অংশ হিসেবে ইসরায়েল তিন লাখ সৈন্য মাঠে নামিয়েছে। ১৯৭৩ সালের ইয়োম কিপ্পুর যুদ্ধের পর ইসরায়েলের এটিই সবচেয়ে বড় সেনা সমাবেশ। তখন চার লাখ রিজার্ভ সৈন্য মোতায়েন করেছিল ইসরায়েল। টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল একটি যুদ্ধে আছে। আমরা এই যুদ্ধ চাইনি। সবচেয়ে নৃশংস ও বর্বর উপায়ে আমাদেরকে বাধ্য করা হয়েছে। কিন্তু, যদিও ইসরায়েল এই যুদ্ধ শুরু করেনি, তবে ইসরায়েল এটি শেষ করবে।’

শনিবার (৭ অক্টোবর) সকালে হামাসের আকস্মিক হামলা শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলের দুই হাজার ৩০০ জন আহত এবং ৮০০ জনেরও বেশি নিহত হয়েছেন।

হামাসকে এ হামলার মূল্য দিতে হবে জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘হামাস বুঝবে আমাদের আক্রমণ করে তারা ঐতিহাসিক ভুল করেছে। আমরা এর একটি মূল্য (প্রতিশোধ) নির্ধারণ করব, যা তাদের এবং ইসরায়েলের অন্যান্য শত্রুরা আগামী কয়েক দশক ধরে মনে রাখবে।’

ইসরায়েলি জিম্মিদের দুর্দশার কথাও তুলে ধরে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘নিরাপরাধ ইসরায়েলিদের বিরুদ্ধে হামাস যে বর্বর হামলা চালিয়েছে, তাতে হৃদয় ভেঙে গেছে—পরিবারগুলোকে তাদের বাড়িতেই হত্যা করা হয়েছে, একটি উৎসবে শত শত তরুণ-তরুণীকে গণহত্যা করা হয়েছে এবং অসংখ্য নারী, শিশু ও বৃদ্ধকে অপহরণ করা হয়েছে। হামাস সন্ত্রাসীরা অবরুদ্ধ, অগ্নিসংযোগ ও শিশুদের হত্যা করেছে। ওরা বর্বর।’ 

হামাসকে জঙ্গি সংগঠন আইএসআইএস হিসেবে চিহ্নিত করে নেতানিয়াহু বলেন, ‘হামাস আইএসআইএস। সভ্যতার শক্তিগুলো যেভাবে আইএসআইএসকে পরাজিত করতে একত্রিত হয়েছে, তেমনি হামাসকে পরাজিত করতে অবশ্যই ইসরায়েলকে সমর্থন দিতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য বিশ্ব নেতাদেরকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি। ইসরায়েলের নিরাপত্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ও কাজের প্রতিশ্রুতি দেওয়ায় আমি ইসরায়েলের সব নাগরিকের পক্ষ থেকে তাকে আবারও ধন্যবাদ জানাই। এছাড়াও ইসরায়েলের প্রতি অভূতপূর্ব সমর্থনের জন্য আমি অনেক বিশ্ব নেতাকে ধন্যবাদ জানাই।’

নেতানিয়াহু আরও বলেন, ‘হামাসের বিরুদ্ধে ইসরায়েল শুধু নিজের জনগণের জন্যই লড়াই করছে না। আমরা বর্বরতার বিরুদ্ধে দাঁড়ানো প্রতিটি দেশের জন্য লড়াই করছি। এই যুদ্ধে ইসরায়েল জিতবে, আর ইসরায়েল জিতলে সমগ্র সভ্য বিশ্ব জয়ী হবে।’

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবারের ভাষণে আরও বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে এত শক্তিশালী অভিযান চালাচ্ছে, যা আগে কখনো হয়নি।

হামাস বলেছে, যদি ইসরায়েল গাজার মানুষকে লক্ষ্যবস্তু করে, তাহলে তারা ইসরায়েলের বেসামরিক জিম্মিদের কোনো হুঁশিয়ারি ছাড়াই হত্যা করবে এবং হত্যাকাণ্ড সম্প্রচার করবে। সিএনএনের তথ্য অনুসারে, ইসরায়েলি সেনা কর্মকর্তাসহ ১০০ জনের বেশি জিম্মির দাবি করেছে হামাস।