ইসরায়েল–গাজা সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও চীনের ফোনালাপ

Looks like you've blocked notifications!
ছবি : এএফপি

ইসরায়েল ও গাজা সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই–এর মধ্যে ফোনালাপ হয়েছে। এই সংকট নিরসনে ওয়াশিংটনকে গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য বলেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়েল বরাতে আজ শনিবার (১৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুসারে, ফোনালাপে ব্লিঙ্কেনকে উদ্দেশে ওয়াং বলেন, ‘যুক্তরাষ্ট্রের কার্যত একটি গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। সংকটটির রাজনৈতিক নিষ্পত্তির জন্য যত দ্রুত সম্ভব ইস্যুটিকে আবার সঠিক পথে ঠেলে দিতে হবে।’

ওয়াং বলেন, ‘আন্তর্জাতিক সংকট মোকাবিলায় বিশ্ব নেতৃত্ব দেওয়া দেশগুলোকে অবশ্যই বস্তুনিষ্ঠতা ও ন্যায্যতা মেনে চলতে হবে। সংযম বজায় রাখতে হবে। আন্তর্জাতিক আইন মেনে চলার নেতৃত্ব দিতে হবে।’

ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী যত দ্রুত সম্ভব বেইজিং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েল-গাজা ইস্যুতে শান্তি আলোচনা আয়োজনের আহ্বান জানিয়েছে। ওয়াং বলেন, ‘দুই রাষ্ট্র বাস্তবায়নের মাধ্যমেই ফিলিস্তিন সমস্যার সমাধান হবে।’

গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে বৃহৎ আকারে হামলা চালায় হামাস। এতে এ পর্যন্ত এক হাজার ৩০০ ইসরায়েলি নিহত হয়েছে। হামলার জেরে গাজা উপত্যকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে উপত্যকাটিতে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। গাজায় স্থলপথে অভিযান চালানোর কথা জানিয়েছে ইসরায়েল।

সংঘাতের বিষয়ে চীনের সরকারি বিবৃতিতে এই বিষয়ে নিন্দা জানানো হয়েছে। তবে, সেখানে হামাসের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু, কিছু পশ্চিমা কর্মকর্তাদের সমালোচনা করা হয়েছে।