কারাবাখের নিয়ন্ত্রণ আজারবাইজানের স্বপ্ন ছিল : প্রেসিডেন্ট আলিয়েভ

Looks like you've blocked notifications!
আজারবাইজানের জাতীয় পতাকার সামনে হাঁটু গেড়ে বসে আছেন প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। প্রেসিডেন্ট প্রেস দপ্তরের বরাতে প্রকাশিত ছবি এএফপির

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে নাগোর্নো-কারাবাখের নিয়ন্ত্রণ নিয়েছেন। এর মধ্য দিয়ে কয়েক দশকের ‘আজারবাইজানের জনগণের স্বপ্ন’কে বাস্তবায়ন করেছেন তিনি। আজ রোববার (১৫ অক্টোবর) একথা বলেন আলিয়েভ।

কারাবাখের প্রধান শহরে দেওয়া বক্তব্যে আলিয়েভ বলেন, ‘আমরা যা চেয়েছিলাম তা অর্জন করেছি। আজারবাইজানীয় জনগণ যে স্বপ্ন কয়েক দশক ধরে লালন করে আসছে, তা আমরা পূরণ করেছি।’

প্রেসিডেন্ট আলিয়েভ আরও বলেন, ২০ বছর অপেক্ষার পর ‘আমরা আমাদের জমি ফিরিয়ে নিয়েছি।’