যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা চায় না ইসরাইল সংঘাত ছড়িয়ে পড়ুক :  ব্লিঙ্কেন

Looks like you've blocked notifications!
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এএফপির ফাইল ছবি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের মধ্যে ঐকমত্য রয়েছে। তারা চায় না এই সংঘাত ছড়িয়ে পড়ুক। আরব অঞ্চলের সাতটি দেশ পরিদর্শনের পর মিশর থেকে ইসরায়েলে রওনার আগে আজ রোববার (১৫ অক্টোবর) তিনি এ কথা বলেন।

ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, ‘আমি যে দেশগুলোতে গেছি, সেখানে তাদের দৃঢ় সংকল্প দেখেছি। এই সংঘাত ছড়িয়ে পড়ুক, তারা তা চায় না।’

ব্লিঙ্কেন আরও বলেন, ‘কারও এমন কিছু করা উচিত নয়, যা আগুনে ঘি ঢালতে পারে...।’ তিনি বলেন, ‘ওসব দেশের সঙ্গে কথা বলে এটি পরিষ্কার যে, তারা তাদের নিজস্ব সম্পর্ক ব্যবহার করে এমনটি ঘটতে দিতে চায় না।’