মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কায় বিশ্ববাজারে বাড়ছে জ্বালানির দাম

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের চলমান সংঘাত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। পাশাপাশি বৈশ্বিক শেয়ারবাজারে পতন অব্যাহত রয়েছে। আজ বুধবার (১৮ অক্টোবর)  এ তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আজ বেড়েছে। একইসঙ্গে পতন হয়েছে বৈশ্বিক শেয়ারবাজারের সূচকেও। আজ অপরিশোধিত তেলের দাম বেড়েছে তিন শতাংশ। কিছু কিছু বিশ্লেষকের ধারণা, আবারও প্রতি ব্যারেল তেলের দাম  ১০০ মার্কিন ডলারের বেশি হবে।

তেলের সঙ্গে সঙ্গে বেড়েছে স্বর্ণের দামও। সর্বশেষ চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে মূল্যবান এই ধাতুর দাম। বিনিয়োগের জন্য স্বর্ণকেই নিরাপদ মনে করছেন বিনিয়োগকারীরা। আগের তুলনায় মূল্যমান বেড়েছে মার্কিন ডলারেরও।

যুক্তরাজ্যভিত্তিক ব্রোকারহাউস অ্যাক্টিভ ট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানগেলিসতা বলেন, ‘গতরাতে গাজা উপত্যকার একটি হাসপাতালে বিস্ফোরণ হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। আর এতেই সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। কিছু বিশ্লেষকদের মতে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সম্ভাবনা কমে গেছে।’

রিকার্ডো ইভানগেলিসতার মতে, চলমান এই সংঘাতে অঞ্চলটির আরও কয়েকটি দেশ যোগ দেওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। এই বিশ্লেষক বলেন, ‘এই দৃশ্যটি নিশ্চিতভাবে বিশ্বব্যাপী তেল সরবরাহকে প্রভাবিত করবে। আর তা প্রতি ব্যারেলের দাম ১০০ ডলারের ওপরে নিয়ে যেতে পারে।’

এদিকে, সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কায় আজ সকাল থেকেই বৈশ্বিক শেয়ারবাজারগুলো নিম্নমুখী ছিল। ইউরোপজুড়ে ইক্যুইটি বাজার নিম্নমুখী অবস্থানে ছিল। সকালের দিকে ওয়াল স্ট্রিটে প্রধান সূচকগুলো কমেছে। এশিয়ার প্রায় প্রতিটি শেয়ারবাজারের অবস্থানও ছিলও একই রকম। 

এএফপির তথ্যমতে, গ্রিনিচ মান অনুযায়ী সময় ১৫৩০-এ ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছিল এক দশমিক চার শতাংশ। ওই সময় ব্যারেল প্রতি দাম দাঁড়িয়েছিল ৯১ দশমিক ১১ ডলারে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম এক দশমিক পাঁচ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি বিক্রি হয়েছিল ৮৭ দশমিক ৯৮ ডলারে।

একই সময়ে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক কমেছিল শূন্য দশমিক পাঁচ শতাংশ। আর লন্ডনের এফটিএসই শেয়ারবাজারে সূচক কমেছিল এক দশমিক এক শতাংশ।  জার্মানির ফ্রাঙ্কফুট শেয়ারবাজারে সূচক কমেছে এক শতাংশ। এ ছাড়া প্যারিস শেয়ারবাজারে সূচক কমেছে শূন্য দশমিক ৯ শতাংশ।

এদিকে, আজ ইউরোপের মুদ্রা ইউরোর বিপরীতে ডলারের মূল্য দাঁড়িয়েছে ১.০৫৭৯। যা আগে ছিল ১.০৫৩৩। ডলারের বিপরীতে পাউন্ডের দাম কমেছে শূন্য দশমিক ৩২ শতাংশ। তবে, উল্টোভাব দেখা গেছে জাপানের মুদ্রা ইয়েনের ক্ষেত্রে। আজ ১৪৯ দশমিক ৮২ ইয়েনে এক ডলার পাওয়া গেছে।