মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় ১১ পুলিশসহ নিহত ১৬

Looks like you've blocked notifications!
মেক্সিকোর গুয়েরেরো রাজ্যের কয়ুকা ডি বেনিটেজ এলাকায় পুলিশের ওপর বন্দুকধারীদের হামলার পর ফরেনসিক কর্মকর্তাদের তৎপরতা। ছবি : এএফপি

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো এবং এর পাশ্ববর্তী মাচোয়াকান রাজ্যে দুটি হামলায় ১১ জন পুলিশ কর্মকর্তাসহ মোট ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই অঞ্চলগুলোতে মাদক পাচার নিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে মাঝেমধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। খবর এএফপির।

গুয়েরেরো রাজ্যের কোয়ুকা ডি বেনিটেজ মিউনিসিপালিটির একটি নিরাপত্তা টহল দলের ওপর হামলায় প্রাথমিকভাবে ‍পুলিশের ১১ কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর আলেজানদ্রো হার্নান্দেজ। তবে কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

একজন  ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা পুলিশের ওই বহরের সঙ্গে ছিলেন বলে জানা গেছে, তবে দেহরক্ষীদের সঙ্গে ওই কর্মকর্তাও মারা গেছেন কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

পরে নিরাপত্তা বাহিনীকে ওই এলাকায় টহল দিতে দেখা যায়। এ সময় বেশ কয়েকটি দেহ আশপাশে পড়ে ছিল এবং পুলিশের হেলিকপ্টার আকাশে টহল দিচ্ছিল।

দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মাচোয়াকানে। এই হামলায় পাঁচজন নিহত ও আরও দুজন আহত হয়। রাজ্যটির প্রসিকিউটর অফিস জানায়, একদল বন্দুকধারী টাকামবারো শহরের মেয়রের ভাইয়ের ওপর হামলা চালায়। এ সময় মেয়রের ভাই গুলিবিদ্ধ হন এবং হামলায় মারা  যায় একজন রেস্তোরাঁকর্মী, এক পুলিশ সদস্যসহ পাঁচজন।

মেক্সিকোতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেশটিতে প্রতি এক লাখ অধিবাসীর মধ্যে গড়ে হত্যাকাণ্ডের শিকার হন ২৫ জন। দেশটিতে ১৯৬২ সালের পর থেকে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সংঘর্ষে এক লাখ ১০ হাজার লোক গুমের রেকর্ড রয়েছে। গুয়েরেরো ও মাচোয়াকান মেক্সিকোর অন্যতম সংঘাতপূর্ণ এলাকা। নিরাপত্তা বাহিনী ও মাদক পাচারকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা এখানে একটি নৈমিত্তিক বিষয়।