বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় নিন্দা জানালেন ডোনাল্ড লু

Looks like you've blocked notifications!
বাংলাদেশ সফরের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের ফাইল ছবি ফোকাস বাংলার

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আজ শনিবার (২৮ অক্টোবর) রাজধানীজুড়ে সহিংসতা হয়েছে। এতে এখন পর্যন্ত একজন পুলিশ সদস্যসহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিকও। এসব ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকাকে পাঠানো এক বার্তায় লু এই নিন্দা জানান। 

ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, লু নিন্দার পাশাপাশি বলেছেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সকল সহিংসতার ঘটনাগুলো পর্যালোচনা করবে।

ভয়েস অব আমেরিকাকে পাঠানো বার্তায় ডোনাল্ড লু বলেন, ‘যুক্তরাষ্ট্র ২৮ অক্টোবর বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনার নিন্দা জানাচ্ছে। একজন পুলিশ কর্মকর্তা ও একজন রাজনৈতিক কর্মীর নিহত হওয়া ও একটি হাসপাতালে আগুন দেওয়ার যে খবর জানা গেছে তা গ্রহণযোগ্য নয়, যেমন নয় সাংবাদিকসহ নাগরিকদের ওপর চালানো সহিংসতা। আমরা সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে আমরা সকল সহিংসতার ঘটনাগুলোকে পর্যালোচনা করব।’

এদিকে রাজনৈতিক সহিংসতার ঘটনায় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসও নিন্দা জানিয়েছে। আজ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও ফেসবুকে এক পোস্টে এই নিন্দা জানায় দূতাবাসটি। তারাও লু-এর মতোই একই কথা বলেছে।