ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৩

Looks like you've blocked notifications!
ভারতের ট্রেন। এএফপির ফাইল ছবি

ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত ও আরও ২০ জন আহত হয়েছে। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো এই তথ্য দিয়েছে। খবর এএফপির।

গতকাল রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যার এই দুর্ঘটনায় ট্রেন লাইনচ্যুতির ফলে অন্ধ্র প্রদেশ রাজ্যের আলামান্ডা ও কন্টকাপাল্লে এলাকার মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। একটি যাত্রীবাহী ট্রেন সিগনেল অমান্য করার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। কর্মকর্তারা জানিয়েছেন ১৩ জন লোক মারা গেছে এবং আরও ১৮-২০ জন লোক আহত হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখা এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, তিনি এ বিষয়ে রেল মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন। পাশাপাশি তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্কের দেশ ভারতে বছরজুড়েই ছোট-বড় রেল দুর্ঘটনা ঘটতে থাকে। ১৯৮১ সালে দেশটির বিহার রাজ্যে সেতু পার হওয়ার সময় লাইনচ্যুত হয়ে একটি ট্রেন নিচে নদীতে পড়ে গেলে ৮০০ লোক মারা যায়। এছাড়া এ বছরের জুন মাসে তিনটি ট্রেনের সংঘর্ষে ওড়িষ্যা রাজ্যে প্রায় ৩০০ লোকের প্রাণহানি হয়।