পারমাণবিক কর্মকাণ্ডের সমালোচনা, জি-৭-এর বিবৃতির নিন্দা উ.কোরিয়ার

Looks like you've blocked notifications!
উত্তর কোরিয়ার পতাকা। ছবি : এএফপি

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির সমালোচনা করে বিবৃতি দিয়েছে জি-৭। জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বিবৃতিতে দেশটির পারমাণবিক কর্মকাণ্ডের সমালোচনা করা হয়। সেই বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। দেশটি বলেছে, ধনী দেশগুলোর গ্রুপিং অবিলম্বে ভেঙে ফেলা উচিত। খবর এএফপির।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিল বরাতে ফরাসি সংবাদ সংস্থাটির প্রতিবেদন বলছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা জো চোল সু আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) জি সেভেনের বিবৃতিকে ভিত্তিহীন বলে এর নিন্দা করেছেন। তিনি বলেছেন, স্নায়ু যুদ্ধের অবশিষ্টাংশ জি সেভেন জোট অবিলম্বে ভেঙে দেওয়া উচিত।

গত সপ্তাহে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা এক বিবৃতিতে কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরন তাদের দীর্ঘদিনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে। জি সেভেনভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্র কর্মসূচি পরিত্যাগের দাবি এবং সম্প্রতি রাশিয়াকে অস্ত্র সরবরাহ করায় উভয়দেশকে এ ধরনের কর্মকান্ড পরিহার করার আহ্বান জানিয়েছে। 

বিবৃতির নিন্দা জানিয়ে জো চোল সু দেশগুলোকে শান্তি নষ্টকারী, যুদ্ধবাজ ও পরমাণু যুদ্ধবণিক হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, জি-৭ সদস্যদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার যথেষ্ট ক্ষতি করে কলঙ্কজনক রেকর্ড রয়েছে।’

উত্তর কোরিয়া গত বছর নিজেকে ‘অপরিবর্তনীয়’ পরমাণু শক্তিধর দেশে ঘোষণা করে বলেছে, তারা তাদের পরমাণু কর্মসূচি কখনই পরিত্যাগ করবে না। একে নিজের অস্তিত্বের জন্যে প্রয়োজনীয় বলে বর্ণনা করেছে উত্তর কোরিয়া।