পাহাড় থেকে ৩০০ ফুট নিচে বাস, নিহত ৩৬

Looks like you've blocked notifications!
জম্মু ও কাশ্মীরের ম্যাপের ছবিটি গুগল থেকে নেওয়া

ভারতের জম্মু কাশ্মীরে বাস খাদে পড়ে ৩৬ জন নিহত হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। দেশটির স্থানীয় সময় আজ বুধবার (১৫ নভেম্বর) বাতোতে-কিশতোয়ার জাতীয় মহাসড়কের ত্রুনগাল-আসার এলাকায় রাস্তা থেকে ৩০০ ফুট নিচে পড়ে দুর্ঘটনাটি ঘটে। জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমারের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং লেখেন, ‘আহতদের ডোডা ও কিশতোয়ার সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের উদ্ধার ও হাসপাতালে নেওয়ার জন্য হেলিকপ্টার ব্যবজার করা হচ্ছে।’

দুর্ঘটনার খবরে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে এক পোস্টে তিনি লেখেন, ‘জম্মু ও কাশ্মীরের ডোডায় বাস দুর্ঘটনা দুঃখজনক। যারা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

নিহতদের পরিবারকে দুই লাখ ও আহতদের ৫০ হাজার রুপি দেওয়া ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।