সিরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ফ্রান্সের

Looks like you've blocked notifications!
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এএফপির ফাইল ছবি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফ্রান্স। মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আসাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ফ্রান্সের বিচার বিভাগের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।  

এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলা সিরিয়ায় ২০১৩ সালে বিরোধীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে আসাদের বিরুদ্ধে। তবে, বিষয়টি অস্বীকার করে আসছে সিরিয়ার প্রেসিডেন্ট। রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগেই আসাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ফ্রান্সের বিচার বিভাগের ওই সূত্র এএফপিকে জানিয়েছে, যুদ্ধাপরাধের অভিযোগও রয়েছে আসাদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তাকে সন্দেহও করা হয়। আসাদ বিরোধীরা বলছে, ২০১৩ সালের আগস্টে দামেস্কের কাছে একটি আসাদ বাহিনীর হামলায় অন্তত এক হাজার ৪০০ সিরীয় প্রাণ হারিয়েছিল।