যুদ্ধবিরতিতে মতৈক্য হামাস-ইসরায়েলের, নাকচ করল যুক্তরাষ্ট্র

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভ করছে ফিলিস্তিনের সমর্থকরা। তারা যুদ্ধবিরতির জন্য আহ্বান জানাচ্ছে। ছবি : এএফপি 

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস একটি সাময়িক যুদ্ধবিরতিতে ঐক্যমতে পৌঁছেছে, এমন সংবাদ প্রকাশ করেছিল মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এমন কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে তারা। গণমাধ্যমটি বলছে, বন্দিদের মুক্তির বিনিময়ে পাঁচ দিনের যুদ্ধবিরতিতে একমত হয়েছে দুপক্ষ।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ছয় পৃষ্ঠার চুক্তি অনুযায়ী, বন্দি মুক্তি কয়েক দিনের মধ্যে শুরু হতে পারে। এর মাধ্যমে গাজা উপত্যকায় চলমান সংঘাতে প্রথমবারের মতো বিরতির দিকে নিয়ে যেতে পারে।

তবে, বিষয়টি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের সিকিরিউটি কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রেইন ওয়াটসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের কথা জানিয়ে লেখেন, ‘আমরা এখনও কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। কিন্তু, বিষয়টি নিয়ে আমরা অনেক পরিশ্রম করছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বন্দিদের মুক্তির বিনিময়ে দুপক্ষই অন্তত পাঁচ দিনের অভিযান ও হামলা বন্ধ রাখবে। এ নিয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজ জানিয়েছে, দেশটির স্থানীয় সময় সন্ধ্যায় এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্যমতে, হামাসের হামলায় অন্তত এক হাজার ২০০ জন নিহত হয়েছে। যার মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। এ ছাড়া ২৪০ জনকে বন্দি করে নিয়ে যায় হামাস।

হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাস নিয়ন্ত্রণাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি বাহিনীর আকাশ, নৌ ও স্থল পথে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন ১২ হাজার ৩০০ এরও বেশি ফিলিস্তিনি। যার মধ্যে পাঁচ হাজারই শিশু।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান উপদেষ্টা শনিবার বলেছেন, ‘গাজার সন্ত্রাসীদের কাছে থাকা বন্দিদের মুক্ত করা হলে যুদ্ধে একটি উল্লেখযোগ্য বিরতি হবে।’ বাহরাইনে একটি নিরাপত্তাবিষয়ক সম্মেলনে ব্রিট ম্যাকগুর্ক বলেন, ‘বন্ধ হয়ে যাওয়া মানবিক ও জ্বালানি সহায়তা বাড়বে যদি বন্দিদের মুক্ত করা হয়।’

ম্যাকগুর্ক আরও বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় বাইডেন এ নিয়ে কাতারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। আর যুদ্ধবিরতি ও বন্দি মুক্তিতে মধ্যস্তা করছে কাতার।’

যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর জন্য গত সপ্তাহে আশা প্রকাশ করেছিলেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘বন্দিদের মুক্ত করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আমি মৃদু আশাবাদী।’ হামাসের হাতে অন্তত ১০ মার্কিনি বন্দি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে, যুদ্ধবিরতির কথা আগে থেকেই নাকচ করে আসছে ইসরায়েল। সমস্ত বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা।