যুক্তরাষ্ট্রে শিখ নেতা হত্যাচেষ্টায় ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ
যুক্তরাষ্ট্রের মাটিতে একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, ওই শিখ নেতাকে হত্যার পেছনে পরিকল্পনায় ভারত সরকারের একজন কর্মকর্তাও জড়িত রয়েছেন।
মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, নিউইয়র্ক সিটিতে ভারতীয় বংশোদ্ভূত একজন যুক্তরাষ্ট্রের নাগরিককে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন ভাড়াটে খুনি হিসেবে নিখিল গুপ্ত (৫২) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি ওই শিখ নেতাকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করে দেয় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের সরকারি সূত্র জানিয়েছে, একজন ভারতীয় সরকারি কর্মকর্তা ভারত থেকে এই পরিকল্পনায় নির্দেশনা প্রদান করে। তিনি বিশ্বের অন্যান্য দেশে অবস্থানকারী ব্যক্তির পাশাপাশি নিখিল গুপ্তর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতেন। গুপ্ত মূলত ভারতেই থাকতেন। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারের আসামি প্রত্যার্পণ চুক্তির আওতায় চেক প্রজাতন্ত্র থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত সপ্তাহে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছিল, একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে যুক্তরাষ্ট্রের মাটিতে হত্যাচেষ্টার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার জন্য ভারত সরকারের মদদ রয়েছে। এমন অভিযোগের বিষয়টি তারা বেশ গুরুত্বের সঙ্গে তুলে ধরছে। বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানায় মার্কিন প্রেসিডেন্টের দপ্তর।
সেদিনই ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গুরপাতবন্ত সিং পান্নুম নামের ওই শিখ নেতাকে হত্যার একটি ষড়যন্ত্র মার্কিন কর্তৃপক্ষ নস্যাৎ করে দিয়েছে। প্রতিবেদনে পান্নুমকে যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ নাগরিক হিসেবে উল্লেখ করা হয়।