বাংলাদেশের পর কাঁপল ফিলিপাইন, সুনামির শঙ্কা

Looks like you've blocked notifications!
ভূমিকম্পের প্রতীকী ছবি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল সাত দশমিক ছয়। ভূমিকম্পের পরই দেশটিতে সুনামির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। খবর এএফপির। এর আগে পাঁচ দশমিক ছয় মাত্রায় কাঁপে বাংলাদেশ। লক্ষ্মীপুরের  রামগঞ্জ থেকে আট কিলোমিটার উত্তরপূর্ব এলাকায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল।   

ফিলিপাইনে ভূমিকম্পবিষয়ক প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানায়, আজ শনিবার (২ ডিসেম্বর) ভূমিকম্পটির আঘাত হানার পরই ধ্বংসাত্মক সুনামির সতর্কতা জারি করা হয়। দ্রুত সময়ের মধ্যে উপকূলীয় জনগণকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, বিরাট পরিমাণের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক যোগযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি লেখে, ‘প্রাণঘাতী ঢেউয়ের সঙ্গে সঙ্গে ধ্বংসাত্মক সুনামির শঙ্কা করা হচ্ছে।’

ইউএসজিএস জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পের পর তীব্র আফটার শক অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক চার।