ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

Looks like you've blocked notifications!
স্বর্ণ। ফাইল ছবি 

নিরাপদ বিনিয়োগের জন্য স্বর্ণের প্রতি ঝুঁকেছেন বিনিয়োগকারীরা। এরই মধ্যে বৈশ্বিক বাজারের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে ধাতবটি। আজ সোমবার (৪ ডিসেম্বর) বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে দুই হাজার ১৩৫ দশমিক ৩৯ মার্কিন ডলারে। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েল-হামাস যুদ্ধে বাড়ছে এই দাম। খবর এএফপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক বাজারে কমেছে মার্কিন ডলারের মান। এরমধ্যেই চাওর উঠেছে, নতুন বছরের শুরুতেই সুদের হার কমাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক। আর  এই ধারণার মধ্যেই আজ সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বিনিয়োগের জন্য ধাতবটিকে শ্রেষ্ঠ জায়গা হিসেবে বিবেচনার করার মধ্যেই আজ প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে দুই হাজার ১৩৫ দশমিক ৩৯ ডলারে।

দিনের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল দুই হাজার ৪৮ দশমিক শূন্য আট ডলার। আর আজ ডলারের দাম শক্ত অবস্থানে ছিল।

লন্ডনিভিত্তিক বিনিয়োগ কোম্পানি ইন্টারঅ্যাকটিভ ইনভেস্টরের বিনিয়োগ বিভাগে প্রধান ভিক্টোরিয়া স্কলার বলেন, ‘খারাপ অবস্থায় থাকা বৈশ্বিক অর্থনীতি ও ইসরায়েল-হামাস যুদ্ধের জন্য স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগের দিকেই ঝুঁকছে বিনিয়োগকারীরা।’

এদিকে, স্বর্ণের দামের সঙ্গে সঙ্গে বেড়েছে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের দামও। প্রতি বিটকয়েনের বিপরীতে আজ পাওয়া গেছে ৪০ হাজারেরও বেশি ডলার, যা গত বছরের মা মাসের সর্বোচ্চ। অন্যদিকে, বিশ্ব বাজারে কমেছে জ্বালানির দাম।