যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও মারা গেছে। খবর এএফপির।
লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভাদার এই ঘটনাস্থলটি পর্যটকপূর্ণ শহরটির জুয়ার আসরগুলো থেকে একটু দূরে। যুক্তরাষ্ট্রের দৈনন্দিন জীবনে বন্দুক সহিংসতা একটি নিয়মিত ঘটনা। স্থানীয় সময় বুধবারের (৬ ডিসেম্বর) এই গোলাগুলি দেশটিতে সহিংসতার সর্বশেষ সংযোজন।
এ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেন, ‘এ ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’ তিনি জানান, গুলিতে অপর এক ব্যক্তি গুরুতর আহত হলেও পরে তার অবস্থা স্থিতিশীল হয়।
ম্যাকমাহিল আরও জানান, ঘটনার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে বন্দুকধারীকে শনাক্ত করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির পুলিশ প্রধান এডাম গার্সিয়া বলেন, দুজন পুলিশ সদস্য তাৎক্ষণিক ওই বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। এতে সন্দেহভাজন গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই মারা যায়।
এই ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর বাইরে অনুষ্ঠান চলার সময়। ম্যাকমাহিল বলেন, এ সময় ছাত্র-ছাত্রীরা খেলাধুলা করছিল, কেউবা খাবার খাচ্ছিল। পুলিশ যদি তাৎক্ষণিক পদক্ষেপ না নিত, তবে হতাহতের সংখ্যা অনেক বেড়ে যেত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে গোলাগুলির এই ঘটনাকে ‘ভয়ঙ্কর বন্দুক সহিংসতা’ হিসেবে অভিহিত করে শিক্ষাঙ্গণে সন্ত্রাসী তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছেন।
পুলিশ এ ঘটনায় জড়িত বন্দুকধারীর পরিচয় সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। এ ছাড়া গুলিতে নিহতদের পরিচয় এখনও জানানো হয়নি। তবে পুলিশ ঘটনার শিকার ও বন্দুকধারীর নিকটাত্মীয়দের বিষয়ে তথ্য সংগ্রহ করছে।