রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হবে মার্চে, ভোট চলবে তিন দিন

Looks like you've blocked notifications!
রাশিয়ার রাজধানী মস্কোর মধ্যাঞ্চলের ক্রেমলিন টাওয়ারে উড়ছে দেশটির পতাকা। ছবি : এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসে। তিন দিন ধরে চলবে ভোটগ্রহণ। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) রাশিয়া থেকে এ ঘোষণা দেওয়া হয়। তবে, ক্রেমলিনের সমালোচকরা বলছেন, নির্বাচনে স্বচ্ছতার নিশ্চয়তা কঠিন। খবর এএফপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আগামী ১৭ মার্চের তারিখ নির্ধারণ করেছে মস্কো। এই নির্বাচনেও দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফের জয়ী হবে বলে অনেকটা নিশ্চিত। দীর্ঘ দুই দশক ধরে ক্ষমতায় থাকা পুতিন বিরোধীদের নীরব করে রেখেছেন।

রাশিয়া নির্বাচন কমিশন জানিয়েছে, রুশ ফেডারেশন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের জন্য তিন দিন নির্ধারণ করছেন। সেই অনুযায়ী, ১৫, ১৬ ও ১৭ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

নির্বাচনি পর্যবেক্ষক ও বিরোধীরা বলছেন, নির্বাচনে অনিয়ম হবে ও এর মাধ্যমে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে। স্বতন্ত্র প্রার্থীদের আগে থেকেই দূরে সরিয়ে দিয়েছে ক্রেমলিন।

একের অধিক দিনে ভোটের বিষয়টি ২০২১ সালে প্রথম আনে রাশিয়া। সে সময় অতিমারী করোনা ভাইরাস থেকে নাগরিকদের রক্ষা করতেই এমনটি করা হয়েছিল। তবে, এর মাধ্যমে রাজনৈতিক বিরোধীরা অসুবিধায় পড়েছিল।