পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করা অর্থহীন : ইরান

Looks like you've blocked notifications!
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। ফাইল ছবি এএফপির

বৈশ্বিক পরমাণু শক্তিধর দেশগুলোর সঙ্গে পরমাণু চুক্তি করেচিল ইরান। তবে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেন। আর এই চুক্তিকে নতুন করে পুনরুজ্জীবিত করতে চলছে আলোচনা। তবে, চুক্তিটিকে পুনরুজ্জীবিত করাকে অর্থহীন বলে মনে করছে ইরান। আজ শনিবার (৯ ডিসেম্বর) তেহরান থেকে এই মন্তব্য করা হয়। খবর এএএফপির।

আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান তেহরোনের একটি বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ‘এখন আমরা যত বেশি অগ্রসর হচ্ছি, জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) তত বেশি অকেজো হয়ে যাচ্ছে।’

২০১৫ সালে চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ যুক্তরাষ্ট্র ও ইরান জেসিপিওএ নামের একটি চুক্তিতে পৌঁছায়। চুক্তি মোতাবেক ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। শর্ত মেনে চলার বদলে সে সময় ইরানের ওপর আরোপ করা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

২০১৮ সালে ইরানের সঙ্গে হওয়া জেসিপিওএ চুক্তি থেকে বেরিয় যায় যুক্তরাষ্ট্র। এরপরেই ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে। এর জেরে ইরানের সঙ্গে সম্পর্ক রাখতে পারছে না আন্তর্জাতিক ব্যাংক ও ব্যবসায়ীরা।

ট্রাম্প ক্ষমতাচ্যুত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট বাইডেন চুক্তিটি  পুনরুজ্জীবিতের চেষ্টা করে। তবে, সেই প্রচেষ্টা ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে স্থবির হয়ে রয়েছে।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ‘প্রতিপক্ষ দ্বারা ইরানের তৈরিকৃত রেড লাইন বারবার লঙ্ঘন করা হয়েছে। আমরা এই চুক্তিতে ফিরে যাওয়ার পথে নেই। তবে, এর মানে এই নয় যে আমরা চুক্তিটিকে একপাশে রেখে দিয়েছি। চুক্তিটি যদি আমাদের স্বার্থে কাজ করে তবে আমরা ত্রুটিসহ এটিকে মেনে নেব।’