সৌদি আরবে প্রবল ঝড়-বৃষ্টি, ডুবে গেছে রাস্তা

Looks like you've blocked notifications!
সৌদি আরবে ঝড়-বৃষ্টির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া

সৌদি আরবে বজ্র-ঝড়ের পাশাপাশি ধূলিঝড় হয়েছে। পবিত্র মক্কা নগরী ও এর আশেপাশের এলাকায় প্রবল ঝড়-বৃষ্টিতে রাস্তা ডুবে গেছে। এতে ভেসে যেতে দেখা গেছে পার্কিংয়ের গাড়ি। খবর খালিজ টাইমসের।

দুবাই ভিত্তিক গণমাধ্যমটি এক প্রতিবেদনে গতকাল সোমবার (১১ ডিসেম্বর) জানিয়েছে, রোববার দেশটিতে মুষলধারে বৃষ্টি হয়েছে। একইসঙ্গে বজ্রঝড় ও ধূলিঝড় হয়েছে। 

সৌদি আরবের আবহাওয়া বার্তার বরাতে প্রতিবেদনে এসব তথ্যের পাশাপাশি আরও বলা হয়, এই অবস্থা আগামীকাল বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, ঝড়ের মধ্যে পার্কিং করে রাখা গাড়িগুলো পানিতে ভাসছিল। সেগুলো সরিয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন অনেকে। প্রবল বৃষ্টির মধ্যেও কাবা শরিফে ওমরা পালন করেছেন অনেকে।