ইউক্রেনের জন্য ৫০ বিলিয়ন ইউরোর তহবিল আটকে দিল হাঙ্গেরি

Looks like you've blocked notifications!
ব্রাসেলসে ইইউ সদরদপ্তরে সম্মেলনের প্রথম দিন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিচেল। ছবি : এএফপি

ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে ইউক্রেনের সঙ্গে আলোচনা শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হাঙ্গেরি দেশটির জন্য ইইউর অর্থ সহায়তা হিসেবে ৫০ বিলিয়ন ইউরোর একটি তহবিল আটকে দিয়েছে। খবর বিবিসির।

ব্রাসেলসে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আলোচনার পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, ‘রাতের কাজের সারসংক্ষেপ হলো ইউক্রেনের জন্য অতিরিক্ত অর্থ প্রদানের প্রস্তাবে ভেটো।’

ইইউ নেতারা বলেছেন, আগামী বছরের শুরুর দিকে সাহায্যের বিষয়ে আবারও আলোচনা শুরু হতে পারে।

দখলদার রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া তহবিলের ওপর ভীষণভাবে নির্ভর করে।

তবে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবানের তহবিল আটকে দেওয়ার এই সিদ্ধান্ত এলো এমন একটা সময়ে যখন ইইউ নেতারা ইউক্রেন ও মলদোভাকে সংস্থাটির সদস্যপদ দিতে আলোচনা শুরুর অনুমোদন দেয়। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হাঙ্গেরি অনেক আগে থেকেই ইউক্রেনের সদস্যপদ পাওয়ার বিষয়ে বিরোধিতা করে আসছিল। তবে এই প্রস্তাবে দেশটি ভেটো প্রদান করেনি।

পরে ফেসবুকে এক ভিডিও বার্তায় ভিক্টর অরবান বলেন, ‘ইউক্রেনকে ইইউয়ের সদস্যপদ প্রদান করা একটি খারাপ সিদ্ধান্ত। হাঙ্গেরি এই খারাপ সিদ্ধান্তে অংশ নিতে চায় না। আর সে কারণেই সিদ্ধান্তের বাইরে আমাদের অবস্থান।’

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রাসেলসে নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এটা তার দেশ ও ইউরোপের জন্য একটি বিজয়।

উৎফুল্ল জেলেনস্কি ইইউয়ের ঘোষণার পর সামজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘এটা ইউক্রেনের জন্য একটি বিজয়। এটা সমগ্র ইউরোপের জন্য একটি বিজয়। এই বিজয় আমাদের উৎসাহিত করবে এবং শক্তি জোগাবে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসন শুরুর পর ইউক্রেন ও মলদোভা ইইউয়ের সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করে। এরপর গত জুনে দেশ দুটিকে প্রার্থী হিসেবে গণ্য করা হয়। ওই সময় জর্জিয়ার প্রস্তাবটিকে পাশ কাটানো হয়।