যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

Looks like you've blocked notifications!
জাপানের টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর। ছবি : এএফপি

পশ্চিমা দেশগুলোর নিন্দার মুখে এ বছর রেকর্ডভাঙা অস্ত্র পরীক্ষার অংশ হিসেবে আজ সোমবার (১৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সিউল ও টোকিও’র কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

গতকাল রোববার রাতে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরীয় মিত্রদের সঙ্গে উত্তর কোরিয়ার বাকযুদ্ধ চলার মধ্যেই আজ আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, আজ তারা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে উৎক্ষেপণ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হয়। জাপান সাগরে বিধ্বস্ত হওয়ার আগে ওই ক্ষেপণাস্ত্রটি প্রায় এক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে বলে জানিয়েছে তারা।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আরও জানায়, ক্ষেপণাস্ত্রটি আড়াআড়িভাবে উড়ার চাইতে বেশ ওপর দিক দিয়ে চলে যায়। এর আগে পিয়ংইয়ং জানিয়েছিল যে, প্রতিবেশি দেশগুলোর অনেক ওপর দিয়ে উড়ে চলে যাওয়ার ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করেছে তারা।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্ষেপণাস্ত্রটি ছিল যুক্তরাষ্ট্রের যে কোনো এলাকায় আঘাত হানতে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার শিনগো মিয়াকে বলেন, ‘এবার আইসিবিএম শ্রেণির ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। ওয়ারহেডসহ ক্ষেণাস্ত্রটি ১৫ হাজার কিলোমিটার পথ পরিক্রমণে সক্ষম বলে আমাদের হিসাব বলছে। আর এই হিসাব অনুসারে এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যেকোনো এলাকায় আঘাত হানতে পারবে।’

২০০৬ সালে প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর পর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দেশটিকে তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না চালানোর আহ্বান জানিয়ে বেশ কিছু প্রস্তাব গ্রহণ করেছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আজকের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনাকে নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন হিসেবে অভিহিত করে বলেছেন, এই ঘটনা শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগও এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া এর আগে জুলাই মাসেও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল।