শীতে কাঁপছে বেইজিং, ডিসেম্বরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

Looks like you've blocked notifications!
চীনের তীব্র তুষারপাতে রাস্তা-ঘাট ও গাছপালা সাদা বরফে আচ্ছন্ন হয়ে গেছে। ছবি : এএফপি 

চীনের রাজধানী বেইজিংয়ে ১৯৫১ সাল থেকে শীতকালের তাপমাত্রার রেকর্ড রাখতে শুরু করেছে। এরপর থেকে এ পর্যন্ত যেকোনো ডিসেম্বরের মধ্যে সবচেয়ে বেশি শীত দেখা গেছে চলতি মাসেই। এই মাসে শহরটির তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। খবর বিবিসির।

আজ সোমবার (২৫ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, চলতি বছরের ছয় মাস আগে অর্থাৎ, জুনে বেইজিংয়ে তীব্র গরম অনুভূত হয়। গোটা মাসজুড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চীনের রাজধানীর। চীনের ইতিহাসের সবচেয়ে উষ্ণতম জুন ছিল সেই মাসটি। আর শীত আসার সঙ্গে সঙ্গে রাজধানীর তাপমাত্রায় আমূল পরিবর্তন এসেছে। শহরটিতে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় দৈনিক চায়না ডেইলি নিউজ এজেন্সির তথ্যমতে, বেইজিংয়ের একটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দুই সপ্তাহের কম সময়ের মধ্যে ৩০০ ঘণ্টার বেশি হিমাঙ্কের নিচে তাপমাত্রা রেকর্ড করেছে। 

প্রচণ্ড শীতে বেইজিং ও এর আশেপাশের শহরগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। শীতের তীব্রতায় অনেক স্কুল বন্ধ করা হয়েছে। গণপরিবহণ পরিষেবাতেও ব্যাঘাত ঘটছে।

ক্রমাগত ঠান্ডা আবহাওয়া হেনান প্রদেশে বিদ্যুৎ সরবরাহকে চাপের মধ্যে ফেলেছে। সেখানকার বেশ কয়েকটি হিটিং বয়লার ভেঙে গেছে।

বিবিসি বলছে, জাপানের উত্তরাঞ্চলে তীব্র তুষারপাত হয়েছে বলে খবর পাওয়া গেছে। অন্য বছরগুলোর একই সময়ের তুলনায় এবার তুষারপাত বেশি হয়েছে। সবশেষ কয়েকদিনে জিফু ও হকিয়াদ্দো প্রদেশে ৩৯ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি এলাকয় ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, সবশেষ কয়েক সপ্তাহে দক্ষিণ কোরিয়াও তাপমাত্রায় চরম পরিবর্তন এসেছে। কোরিয়ান আবহাওয়া অধিদপ্তর কেএমএ জানিয়েছে, তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস নেমে গেছে। তবে, উত্তর কোরিয়ার তাপমাত্রা কেমন তা নিশ্চিত হওয়া যায়নি।