মেইন অঙ্গরাজ্যেও ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপির ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মেইন অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ২০২১ সালে জানুয়ারিতে ইউএস ক্যাপিটলে হামলার ঘটনায় তার ভূমিকার কারণে কলোরাডোর পর দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মেইন থেকেও তাকে ২০২৪ সালের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হলো। খবর এএফপির।

মেইনের শীর্ষ নির্বাচন কর্মকর্তা ও স্টেট সেক্রেটারি শেন্না বেলোস তার রুলিংয়ে ২০২১ সালের ৬ জানুয়ারির ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, ‘ওই ঘটনা বিদায়ী প্রেসিডেন্টের আদেশে, জ্ঞানে ও সমর্থনে সংঘটিত হয়েছিল।’

শেন্না বেলোস আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সংবিধান আমাদের সরকারের ভিত্তির ওপর আঘাত সহ্য করে না। আর এ কারণে আমাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হচ্ছে।’ মেইন রাজ্যের বেশকিছু ভোটারের চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে আদালত থেকে এ আদেশ দেওয়া হলো।

এর আগে চলতি মাসের শুরুতে কলোরাডো অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পকে সেখানে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করেন। যদিও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বিষয়টিকে চ্যালেঞ্জ করা হয়।

দুই রাজ্যেই ট্রাম্পের বিরুদ্ধে এমন আদেশ দেওয়া হয় যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনীর আলোকে, যেখানে বিদ্রোহে জড়িত যেকোনো ব্যক্তিকে রাষ্ট্র রক্ষায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের শপথ নেওয়া থেকে বিরত রাখার কথা বলা হয়েছে।

বেলোস তার রুলিংয়ে বলেন, ‘আমি হালকাভাবে এই সিদ্ধান্ত নিইনি। আমি সচেতনভাবেই বলছি, এর আগে কোনো স্টেট সেক্রেটারি চতুর্দশ সংশোধনীর তৃতীয় ধারা অনুসারে একজন প্রেসিডেন্ট প্রার্থীকে ব্যালট থেকে বঞ্চিত করেননি। যদিও এর আগে কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থী বিদ্রোহের মতো ঘটনায়ও জড়াননি।’

এদিকে, ট্রাম্পের অনুসারীরা তাৎক্ষণিক বেলোসের এই রুলিংকে ‘নির্বাচনে চুরির’ ঘটনা হিসেবে অভিহিত করে বলেছেন, এটা যুক্তরাষ্ট্রের ভোটারদের ভোটাধিকার হরণ। তারা ডেমোক্রেট বেলোসকে কট্টর বাইডেনের সমর্থক হিসেবেও আক্রমণ করেন।

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি মুখপাত্র স্টিভেন চেয়াং এক বিবৃতিতে জানান, এটা সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করে বাইডেন প্রশাসনকে ক্ষমতায় ধরে রাখার একটি প্রচেষ্টা। চেয়াং জানান, ট্রাম্প এই রুলিংয়ের বিরুদ্ধে আপিল করবেন।