বাংলাদেশিদের ভিসা আবেদন নিয়ে সুখবর দিল কানাডা

Looks like you've blocked notifications!
কানাডার পতাকার ফাইল ছবি এএফপি

কানাডা সরকারের বিভাগ ভিসা আবেদন জমা দিতে ভুলত্রুটি এড়াতে সহজ সমাধান দিয়েছে। অভিবাসন, শরণার্থী ও কানাডার নাগরিকত্ব (আইআরসিসি) বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রে অ্যাপয়েন্টমেণ্টের অভূতপূর্ব চাহিদার কারণে এ বিষয়টি তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছে বাংলাদেশে অবস্থিত কানাডা অ্যাম্বাসি। ওই পোস্টে তারা একটি লিঙ্ক সংযুক্ত করেছে। যে লিঙ্কে ভিসা আবেদনের জন্য একটি ভিডিও টিউটোরিয়ালসহ বিস্তারিত তুলে ধরেছে।

ফেসবুকের ওই পোস্টে কানাডা অ্যাম্বাসি লিখেছে, ‘আপনি কি অভিবাসন আবেদন জমা দিচ্ছেন? কানাডায় আসার জন্য আপনার আবেদন প্রক্রিয়াকরণে বিলম্বের কারণ হতে পারে, এমন সাধারণ ত্রুটিগুলি এড়াতে শিখুন।’ এরপর একটি লিঙ্ক (https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/news/video/save-time-send-complete-application.html?fbclid=IwAR1E6JgLVgil_-cKVZKXqwNS1592a1PB9Eq2YDNjyfY5ID22BTF6Cady2XU) সংযুক্ত করা হয়েছে। 

ওই লিঙ্কে প্রবেশ করে দেখা যায়, সেখানে একটি ভিডিও আছে। ওই ভিডিওর বিষয়ে বলা হয়েছে, এটি কানাডায় ভ্রমণ বা অভিবাসন, কানাডায় নাগরিকত্বের জন্য আবেদন, কাউকে স্পনসর করতে বা অন্যান্য ইমিগ্রেশন, শরণার্থী এবং নাগরিকত্ব (আইআরসিসি) আবেদনগুলো পূরণ করতে সাহায্য করবে। 

এদিকে ভিএফএস গ্লোবালের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্টের জন্য সীমাহীন চাহিদার কারণে ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) সাময়িকভাবে জারি করা বায়োমেট্রিক নির্দেশনাপত্র (বিআইএলএস) এবং পাসপোর্ট জমা পত্রের মেয়াদ অতিরিক্ত ৩০ দিন বাড়িয়েছে।