গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২১,৬৭২

Looks like you've blocked notifications!
ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যঞ্চলের জাওয়াদা এলাকা ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছবি : এএফপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা সাড়ে ২১ হাজার ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শনিবার (৩০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আজ পর্যন্ত ইসরায়েলি হামলায় ২১ হাজার ৬৭২ জন প্রাণ হারিয়েছে। আর আহত হয়েছে ৫৬ হাজার ১৬৫ জন। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ১৬৫ জন গাজাবাসী।

নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক এবং ৩১২ জন স্বাস্থ্যকর্মী রয়েছে বলে জানিয়েছে তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় স্থল অভিযানের সময় ইসরায়েলি বাহিনী হাজার হাজার গজাবাসীকে আটক করেছে। এর মধ্যে ৯৯ জন স্বাস্থ্যকর্মী রয়েছে। আটককৃতদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। তাদের খাবার ও সুপেয় পানি দেওয়া হচ্ছে না। ঘুমাতেও দেওয়া হচ্ছে না। বঞ্চনা ও প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে, গত সপ্তাহে অভিযোগগুলো অস্বীকার করেছিল ইসরায়েলের সামরিক বাহিনী।

আজও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও সহায়তার জন্য আবেদন করেছে। রোগীদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়তা চেয়েছে। হামাস নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধে আহতদের এক শতাংশেরও কম  গাজা ছেড়ে মিসরে যেতে সক্ষম হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই সংঘাতের জেরে ২৩ হাসপাতাল ও ৫৩টি স্বাস্থ্যকেন্দ্র সেবা দিতে পারছে না। ধ্বংস হয়েছে ১০৪ অ্যাম্বুলেন্স।