ইন্টারপোলের রেড নোটিশে থাকা ৫৬ সন্দেহভাজন তুরস্কে আটক

Looks like you've blocked notifications!

ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় থাকা ৫৬ সন্দেহভাজনকে আটক করেছে তুরস্ক। ওই সন্দেহভাজনরা ১৮ দেশে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে আজ বুধবার (৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে এএফপি।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেন, আটক করা সন্দেহভাজনরা ইন্টারপোলের রেড নোটিশের তালিকাভুক্ত। বিভিন্ন দেশ তাদের প্রত্যর্পণ চেয়ে ইন্টারপোলে আবেদন করে রেখেছে।’

এএফপি জানিয়েছে, আটককারীদের মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ভারত, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ চেয়েছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের ও পশ্চিম এশিয়ার কিছু দেশও আটক করাদের প্রত্যর্পণ চেয়েছে।

যাদের আটক করা হয়েছে তাদের পরিচয় এখনও প্রকাশ করেনি ইয়েরলিকায়ার কার্যালয়। তারা বলছে, ইস্তানবুলসহ ১১ প্রদেশে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েক দফায় অভিযানের কথা জানিয়েছে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থা এমআইটি। এসব অভিযানে ইসলামিক জঙ্গি সংগঠন আইএস সম্পর্কিত ২০০ জনকে আটক করার কথা জানিয়েছে তারা। এ ছাড়া গতকাল মঙ্গলবার ইসরায়েলের হয়ে কাজ করা ৩৪ গুপ্তচরকে আটকের কথা জানায়।

এএফপি বলছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগানের ঘনিষ্ঠ মিত্র ইয়েরলিকায়া। গত বছর স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসার পর থেকে উচ্চস্তরের কয়েকটি গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকতে ইস্তানবুলের মেয়র নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ইয়েরলিকায়া।