আদালতে রায় ঘোষণার আগে বিচারকের ওপর আসামির হামলা

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্রের নেভাদায় বুধবার একটি আদালতে বিচারকের ওপর হামলা হয়

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের একটি আদালতে বিচারকের ডায়াসের ভেতর বেঞ্চে বসা বিচারকের ওপর লাফিয়ে পড়ে সহিংস হামলা করেছেন এক আসামি। স্থানীয় সময় বুধবার (৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে।    

ঠিক যে মুহূর্তে ক্লার্ক কাউন্টি ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ম্যারি ক্যায় হালথাস দস্যুতার দায়ে তিনবারের অভিযুক্ত দেওবরা রেডেনকে দেওয়া রায় ঘোষণা করতে যাচ্ছিলেন, তখনই হামলার এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, ত্রিশোর্ধ্ব রেডেন কিছু অশ্লীল শব্দ উচ্চারণ করে আসবাবপত্রের উপর দিয়ে লাফিয়ে বিচারকের ওপর হামলা চালান।

এ সময় রেডেন বিচারককে মেঝেতে ফেলে দেন এবং এ সময় যুক্তরাষ্ট্রের পতাকা স্ট্যান্ডসহ ডায়াসে পড়ে যায়। বিচারক ম্যারি হালথাসকে সাহায্য করতে তাৎক্ষণিক এগিয়ে আসেন কয়েকজন। তারা হালথাসের কাছ থেকে রেডেনকে ছাড়িয়ে নেন এবং মেঝেতে চেপে ধরেন। সে সময়ও ক্রমাগত খিস্তি আউড়ে যাচ্ছিলেন রেডেন। রেডেনকে ছাড়িয়ে নেওয়ার পরপরই আদালত ভবনে বেজে ওঠে সতর্ক সংকেত।

মামলার রেকর্ড থেকে জানা গেছে, শারীরিক আঘাতের মাধ্যমে ক্ষতি করার অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছিল রেডেনকে।

জানা গেছে, বিচারের রায় যখন দেওয়া হবে, তার আগে রেডেনের আইনজীবী বিচারককে তার মক্কেলের জন্য প্রবেশনের আবেদন জানান। তবে বিচারক হালথাস এ সময় বলেন, ‘আমি মনে করি, এবার তার (রেডেন) ভিন্ন কিছুর স্বাদ গ্রহণের সময় এসেছে।’ আর এর পরপরই হামলার ঘটনা ঘটে।

আদালতের নথি অনুসারে জানা যায়, রেডেন গত বছরের এপ্রিলে একজন লোককে শারীরিকভাবে আঘাত করেছিলেন এবং হুমকি দিয়েছিলেন। এক মাস পর রেডেনকে সংশোধন কেন্দ্রে পাঠানো হয়। তবে অক্টোবরে তাকে বিচারের মুখোমুখি করা হয়। নভেম্বরে তিনি দোষী প্রমাণিত হন। ডিসেম্বরে একটি হাজিরায় অনুপস্থিত থাকলে বিচারক ম্যারি হালথাস তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।