চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসে চাপা পড়েছে ৪৭ জন

Looks like you've blocked notifications!
ছবি : এএফপি

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুর্গম পাহাড়ি এলাকায় আজ সোমবার (২২ জানুয়ারি) ভূমিধসে মাটির নীচে চাপা পড়েছে ৪৭ জন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য দিয়েছে। খবর এএফপির।

চীনের স্থানীয় সময় আজ সকাল ৫টা ৫১ মিনিটে ইউনান প্রদেশের ঝেনশিয়ং কাউন্টিতে ভূমিধসের এই ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ভূমিধসে ১৮টি বাড়িঘর চাপা পড়ে। এই ঘটনায় জরুরিভাবে ২০০ জনকে উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের কর্তৃপক্ষ ঘটনাস্থলে ২০০ জন উদ্ধারকর্মীকে কাজে লাগিয়েছে। বেশকিছু ফায়ার ইঞ্জিনসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে কাজ শুরু করেছে তারা। তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কেউ মারা গেছে কিনা তা জানায়নি।

ইউনানে ভূমিধসের ঘটনা প্রায়ই ঘটে থাকে। তুষারাবৃত উঁচু পাহাড়ি চূড়া অধ্যুষিত এই এলাকাটি। ঝেনশিয়ংয়ের আজকের তাপমাত্রা হিমাঙ্কের নিচে চার ডিগ্রি সেলসিয়াস। তবে কী কারণে ভূমিধস হয়েছে তা জানা যায়নি বলে উল্লেখ করেছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।