পাকিস্তানে থানায় জঙ্গি হামলা, নিহত ১০

Looks like you've blocked notifications!
পাকিস্তানের মানচিত্র। ফাইল ছবি

পাকিস্তানের ইত্তরাঞ্চলে একটি থানায় জঙ্গি হামলায় পুলিশের ১০ জন কর্মকর্তা নিহত হয়েছে। দেশটিতে সাধারণ নির্বাচনের ঠিক দুদিন আগে খাইবার পাখতুনখোয়া প্রদেশে আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন পুলিশের একজন শীর্ষ কমান্ডার। খবর এএফপির।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ প্রধান আখতার হায়াত জানান, তিন দিক থেকে ৩০ জনেরও বেশি সন্ত্রাসী এই হামলা চালায়। প্রায় আড়াই ঘণ্টা ধরে পুলিশ ও জঙ্গিদের মধ্যে চলে গুলি বিনিময়ের ঘটনা। হামলায় দেরা ইসমাইল খান জেলার চাউধোয়ান থানার ১০ পুলিশ কর্মকর্তা মারা যায় এবং আরও চারজন আহত হয়। আজ সোমবারের হামলায় জঙ্গি দলটি কিছু সময়ের জন্য থানার নিয়ন্ত্রণ নিয়ে নেয় বলেও জানান আখতার হায়াত।

পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে বেশ কয়েক বছর ধরে তালিবান, ইসলামিক স্টেটসহ অন্যান্য সশস্ত্র সংগঠন বেশ সক্রিয়। প্রায়ই তারা বেসামরিক লোকজন ও সরকারি নিরাপত্তা স্থাপনায় হামলা চালায়।

গত সপ্তাহে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ২৪ জন মারা যায়। এছাড়া ওই হামলায় নিহত হয় চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য ও দুইজন বেসামরিক লোক। পরে বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করে।

এদিকে আগামী বৃহস্পতিবার পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে দেশজুড়ে মোতায়ের করা হচ্ছে সশস্ত্র বাহিনীর হাজার হাজার সদস্যকে।