মিয়ানমারের দুটি জান্তা ঘাঁটি দখলের দাবি আরাকান আর্মির

Looks like you've blocked notifications!
আরাকান আর্মির বরাতে ইরাবতিতে প্রকাশিত ফাইল ছবি 

মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক ইউ ও কিয়াউকতাও শহরে দুটি জান্তা ব্যাটালিয়নের ঘাঁটি দখলের দাবি করেছে আরাকান আর্মি (এএ)। তারা বলেছে,বেশ কয়েক দিন লড়াইয়ের পর গতকাল সোমবার সকালে ম্রাউক ইউ শহরে জান্তার পদাতিক বাহিনীর একটি ব্যাটালিয়নের (লাইট ইনফ্যানট্রি ব্যাটালিয়ন-এলআইবি ৩৭৮) সদর দপ্তর দখল করেছে তারা। এর আগে গত মঙ্গলবার এর কাছের এলআইবি ৫৪০ ব্যাটালিয়নের সদর দপ্তর দখল করা হয়। এ ছাড়া শহরের এলআইবি ৩৭৭-এর ঘাঁটিতে হামলা চালানো হচ্ছে। খবর ইরাবতির।

সশস্ত্র এ বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, ম্রাউক ইউ প্রত্নতাত্ত্বিক যাদুঘর, শহরের আবাসিক এলাকা এবং আশেপাশের গ্রামগুলোতে গোলাবর্ষণ করছে তিনটি ব্যাটালিয়ন। এএ বলছে, ২ ফেব্রুয়ারি কিয়াউকতাও শহতরের এলআইবি ৩৭৬ সদর দপ্তর দখল করেছে এবং মিনবিয়া, কিয়াউকতাও এবং ম্রাউক ইউ শহরের অন্যান্য জান্তা ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখে। যদিও আকাশ ও সমুদ্র থেকে রাথেদাউং, পোন্নাগিউন, রামরি এবং অ্যান শহরে হামলা চালাচ্ছে জান্তা সরকার।