পাকিস্তানে তাক লাগিয়ে এগিয়ে যাচ্ছে ইমরান সমর্থিতরা

Looks like you've blocked notifications!
পাকিস্তানের ইসলামাবাদে নির্বাচন কমিশন অফিসে সরাসরি ফলাফল দেখানো স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছেন সাংবাদিকরা। ছবি : এএফপি

পাকিস্তানের জাতীয় নির্বাচনে ২১৬টি আসনের ফলাফল জানা গেছে। রাত ৮টা ৪০ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এতে এগিয়ে আছেন স্বতন্ত্রপ্রার্থীরা। যাদের অধিকাংশই কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান সমর্থিত। এই স্বতন্ত্রপ্রার্থীদের  বিজয়ের সঙ্গে সঙ্গে ব্যবধান বাড়ছে সাবেক আরেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন)।

জিও টিভির নির্বাচনি ফলাফলের চার্ট্ বলছে, এ পর্যন্ত  ২১৬টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্রপ্রার্থীরা ৯১টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে, পিএমএল-এন ৬৩টি আসন পেয়েছে। আর পিপিপি ৪৮টি, এমকিউএম-পি আটটি, আইপিপি, পিএমএল ও জেইউআই দুটি করে মোট ছয়টি আসন পেয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভোট শেষ হওয়ার প্রায় দশ ঘণ্টা পর রাত ৩টা নাগাদ প্রথম চারটি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। তারপর থেকেই ফল প্রকাশের বিলম্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

যদিও ভোটগণনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেছেন, ইন্টারনেট সমস্যার জন্য ভোটগণনার ক্ষেত্রে এত দেরি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভোটের সময় নিরাপত্তা নিশ্চিত করতেই ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে রাখা হয়েছিল।