জেলখানা থেকে এলো সু চি’র চিঠি

Looks like you've blocked notifications!
অং সান সু চি। ফাইল ছবি

দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি মিয়ানমারের গণতন্ত্রকামী নোবেল বিজয়ী নেত্রী অং সান সু চি। সম্প্রতি দেশটিতে জান্তা সরকারের সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দেশটির বিদ্রোহী সশস্ত্র বাহিনী আরাকান আর্মি (এএ)। তারই মধ্যে মা সু চি’র কাছ থেকে চিঠি পেয়েছেন ছোট ছেলে কিম আরিস। দীর্ঘ তিন বছর পর এই চিঠির মাধ্যমে নীরাবতা ভাঙলেন তিনি। খবর ভয়েজ অব আমেরিকার।

মার্কিন গণমাধ্যমটি বলছে, গত ২ ফেব্রুয়ারি ভয়েজ অব আমেরিকায় দেওয়া এক সাক্ষাৎকারে চিঠির বিষয়টি তুলে ধরেন কিম আরিস। ইংল্যান্ডে তার বাড়ি থেকে জুমের মাধ্যমে গণমাধ্যমটিতে সাক্ষাত্কার দেন তিনি। এ সময় মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কিম আরিচ।

ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে কিম আরিচ তার মায়ের কাছ থেকে চিঠি পেয়েছেন বলে ভয়েজ অব আমেরিকাকে নিশ্চিত করেছে। তিনি বলেন, ‘মূলত এটা ছিল একটা ছবি। তবে, এখন মায়ের হাতে লেখা মূল চিঠিটি পেয়েছি।’

অরিস বলেন, তার মা, মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী সু চি পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না। তার চিঠিতে তিনি তার দাঁত ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা উঠে এসেছে।

আরিস বলেন, ‘তার(সু চি) জন্য পাঠানো বিভিন্ন জিনিসের কারণে আমাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং পরিবারের সবার জন্য ভালোবাসা জানিয়েছেন।’ চিঠিটির বিষয়ে এসব তথ্যের পাশাপাশি আরিস আরও বলেন, ‘তবে, তিনি আরও বলেছেন, তিনি এখনও স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তার দাঁত এখনও খারাপ, যা মাঝে মাঝে খাওয়া খুব বেদনাদায়ক হয়ে ওঠে। একইসঙ্গে তার অস্টিওপরোসিস আছে। ফলে আপাত দৃষ্টিতে ভালো দেখালেও এই রোগ তাকে যন্ত্রণা দেয়।’

অরিস বলেছেন, তিনি তার মায়ের স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন। বলেন, তিনি এখন ৭৮ বছর বয়সী। তাকে পর্যাপ্ত চিকিৎসা না দিয়ে ভয়াবহ একটি পরিবেশে আটকে রাখা হয়েছে। তাকে নিয়ে আমি উদ্বিগ্ন। যতদূর জানি, তাকে আটকে রাখা হয়েছে রাজধানী ন্যাপিডতে আলাদা করে একটি নিঃসঙ্গ কারাগারে।