বিলাওয়ালকে প্রধানমন্ত্রী করার শর্তে জোট গঠনে রাজি পিপিপি

Looks like you've blocked notifications!
পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি (ডানে) ও পিপিপি কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। ফেসবুকের পিপিপিপিবেলুচিস্তান নামের আইডি থেকে নেওয়া

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শেহবাজ শরীফ তার দলের নেতাদের বলেছেন, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির জন্য প্রধানমন্ত্রী পদ দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট আসিফ জারদারি। দ্য নিউজের সূত্রের বরাতে এক প্রতিবেদনে জিও টিভি এতথ্য তুলে ধরে বলেছে, বিলওয়ালকে প্রধানমন্ত্রী বানানোর শর্তে পিএমএল-এনের সঙ্গে জোট সরকার গঠনেও রাজি পিপিপি। একইসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ও চায় দলটি।

দ্য নিউজ পিএমএল-এন সূত্র থেকে জানতে পেরেছে, সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার রাতে আসিফ জারদারি ও বিলাওয়ালের সঙ্গে দেখা করেছেন। ওই সাক্ষাতে জোট গঠন নিয়ে আলোচনা হয়েছে।

এরপরের দিন গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) পার্টি সূত্র জানিয়েছে, পিএমএল-এন নেতারা কেন্দ্রের পাশাপাশি পাঞ্জাবেও সরকার গঠন নিয়ে বিভিন্ন আলোচনা করেছেন। এদিন বৈঠকে নেতৃত্ব দেন শেহবাজ। এ সময় উপস্থিত ছিলেন সিনেটর ইসহাক দার, খাজা সাদ রফিক, সরদার আয়াজ সাদিক, মরিয়ম আওরঙ্গজেব, মালিক মুহাম্মদ আহমদ খান, সিনেটর আজম নাজির তারা, আতাউল্লাহ তারার, খাজা ইমরান নাজির প্রমুখ।