নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন বিলাওয়াল

Looks like you've blocked notifications!
নওয়াজ শরিফ। ফাইল ছবি

নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পিএমএল–এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেবে বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পাকিস্তানে নতুন সরকার গঠনে নওয়াজ শরিফের দলকে সমর্থন  দিলেও সরকারে যোগ দেবে না দলটি। যদিও ‘পিপিপি ও পিএমএল-এন-এর রাজনৈতিক নাটকে জাতিকে আর বোকা বানানো যাবে না’ বলেছেন ইমরান খানের প্রতিষ্ঠিত দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। খবর জিও টিভির।

দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা শেষে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল পিএমএল–এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেবে বলে ঘোষণা দেন। তিনি বলেন, ‘পিপিপির কেন্দ্রীয় সরকার গঠনের ম্যান্ডেট নেই’ বলে তিনি প্রধানমন্ত্রী পদে তার প্রার্থিতা প্রত্যাহার করছেন।

এদিকে, কারাবন্দি ইমরান খান তার দল পিটিআই সমর্থিত স্বতন্ত্রপ্রার্থীদের সঙ্গে পিপিপি, পিএমএল–এন বা মুত্তাহিদা কওমি মুভমেন্ট–পাকিস্তান (এমকিউএম–পি) মিলিয়ে জোট সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন। একইসঙ্গে তারা বলেছে, ‘পিপিপি ও পিএমএল-এন-এর রাজনৈতিক নাটকে জাতিকে আর বোকা বানানো যাবে না।’ 

কেন্দ্রে নতুন সরকার গঠনের জন্য ক্ষমতার রাজনীতি পুরোদমে চলছে বলে দাবি করেছে পিটিআই। তারা বিলাওয়াল ভুট্টো জারদারির সংবাদ সম্মেলনের কড়া সমালোচনা করে বলেছে, ‘পাকিস্তানের জনগণকে বোকা বানানো যাবে না। পিপিপি ও  পিএমএল-এনের রাজনৈতিক নাটক তাদের বোকা বানাতে পারবে না।’