ইমরানের প্রার্থী জিতেছেন উল্লেখ করে আসন ছাড়লেন হাফিজ নাঈম

Looks like you've blocked notifications!
হাফিজ নাঈম উর রহমান। উইকিপিডিয়ায় প্রকাশিত ছবি

পাকিস্তানের নির্বাচনে লড়ে বিজয় ছিনিয়ে নিয়েছিলেন তিনি। বিজয়ের সেই আসন থেকে এবার সড়ে দাঁড়ালানে তিনি। তিনি বলেছেন, ভোটে তার পক্ষে কারচুপি হয়েছিল। তিনি আর কেউ নন, জামায়াত-ই-ইসলামি দলের হাফিজ নাঈম উর রহমান। করাচি শহরের প্রাদেশিক আসন পিএস-১২৯-এ জয়লাভ করেন তিনি। এমন সব তথ্য তুলে ধরে হাফিজ নাঈম উর রহমানে সরে দাঁড়ানোর কথা জনিয়েছে বিবিসি।

বিট্রিশ গণমাধ্যমটি বলছে, এ সপ্তাহে তিনি বলেছেন, পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের দলর সমর্থন পাওয়া প্রার্থী ওই আসনে তার বিপক্ষে লড়েছিলেন। মূলত এই আসনে তিনিই জয়ী হয়েছেন।

গত সোমবার তার দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাঈম উর রহমান বলেন, ‘যদি কেউ আমাদের অবৈধ উপায়ে জয়ী করতে চায়, আমরা তা মেনে নেব না।’

পিএস-১২৯-এ স্বতন্ত্র প্রার্থীর নাম সাইফ বারী। তিনি নাঈমের চেয়ে ভোট বেশি পেয়েছেন বলে দাবি খোদ নাঈমের। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের আসন কমাতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ কারণে তিনি আসনটি ছেড়ে দিচ্ছেন।

নাঈম আরও বলেন, ‘জনগণের মতামতকে সম্মান করা উচিত, বিজয়ীকে জিততে দিন, পরাজিতকে হারাতে দিন, কেউ যেন অতিরিক্ত কিছু না পায়।’

হাফিজ নাঈম উর রহমান দাবি করেন, তিনি মোট ২৬ হাজার ভোট পেয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সাইফ বারী পেয়েছেন ৩১ হাজার ভোট। কিন্তু তার ভোটকে কমিয়ে ১১ হাজার দেখানো হয়েছে। তবে ভোটে কারচুপির এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তানের নির্বাচন কর্তৃপক্ষ। এখন পিএস-১২৯ আসনটি কে পাবে, তা নিশ্চিত নয়।