নাভালনির মৃত্যুতে পশ্চিমের উপকার হয়েছে : রুশ পার্লামেন্ট স্পিকার

Looks like you've blocked notifications!
রুশ পার্লামেন্ট স্পিকার ব্যাচেস্লাভ ভোলোদিনের ছবি উইকিমিডিয়া কমনস থেকে নেওয়া

রুশ পার্লামেন্ট স্পিকার ব্যাচেস্লাভ ভোলোদিন বলেছেন, কারাগারে বন্দি অবস্থায় রাশিয়ার প্রভাবশালী বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুতে পশ্চিমের উপকার হয়েছে। আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) তিনি একথা বলেন। তিনি বলেন, তাদের উপকার হয়েছে, কারণ তারা ইউক্রেনের যুদ্ধে ‘হেরেছে’। খবর এএফপির।

রাশিয়ার এই শীর্ষ আইনপ্রণেতা বলেছেন, পশ্চিমা নেতাদের যারা ‘বিপুল ব্যর্থ সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের অবস্থানে অনড়, তারা তার মৃত্যুতে উপকৃত হয়েছে।’ এর বেশি বলতে চাননি তিনি।