ইমরান খানের দলের বিক্ষোভে উত্তপ্ত পাকিস্তান, ১৪৪ ধারা জারি

Looks like you've blocked notifications!
১৪৪ ধারা ঘোষণার পর পাকিস্তানের ইসলামাবাদ। ছবি : ইসলামাবাদ পুলিশের এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া

পাকিস্তানে সাধারণ নির্বাচন হয়েছে ৮ ফেব্রুয়ারি। এরপর কেটে গেছে আট দিন। এ সময়ে প্রধানমন্ত্রী কে হবেন, তা ছিল বিভিন্ন দলের মধ্যে আলোচনা, দৌড়ঝাপ। একইসঙ্গে ছিল ‘ভোট কারচুপির’ অভিযোগ। আর এবার রাজপথে নেমেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) তাদের বিক্ষোভ কর্মসূচিতে উত্তপ্ত পাকিস্তান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরইমধ্যে বিভিন্ন এলাকায় ১৪৪ ধারাও জারি হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম ডন এসব তথ্য জানিয়েছে।

ইসলামাবাদ পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ বিষয়ে জনগণকে সতর্ক করেছে। এক পোস্টে তারা জানিয়েছে, রাজধানী শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ১৪৪ ধারা নিশ্চিতে ইসলামাবাদ পুলিশের সদস্য ও কর্মকর্তারা শহরজুড়ে তাদের দায়িত্ব পালন করছেন। সাধারণ জনগণকে কোনো বেআইনি কার্যকলাপের অংশ না হওয়ার জন্য সতর্ক করা হচ্ছে।

জিও টিভির এক প্রতিবেদনে জানা গেছে, যেকোনো সময় এফ৯ পার্কের কাছে ট্রাফিক বাড়ানো হতে পারে। এ এলাকায় জনগণকে অপ্রয়োজনীয় চলাফেরা এড়িয়ে যেতে নির্দেশনা দিয়েছে পুলিশ। জরুরি এবং যেকোনো পরিস্থিতি এড়াতে কাউন্টার টেররিজম বিভাগের স্পেশাল ফোর্সও মোতায়েন করা হয়েছে। তারা সেখানে টহল অব্যাহত রেখেছে।