রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলীকে অপসারণ, অতিরিক্ত দায়িত্বে সাঈফ

Looks like you've blocked notifications!
পাকিস্তানের রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চট্টা সাংবাদিকদের সামনে বক্তব্য দেন। ছবি : মুর্তজা আলী শাহের এক্স ভেরিফায়েড অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া

রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চট্টাকে তার পদ থেকে অপরারণ করা হয়েছে। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) নির্বাচনি অসদাচরণের অভিযোগে তাকে অপসারণ করা হয়। এর আগে তিনি ‘ভোট কারচুপি’র অভিযোগ তুলে সাংবাদিকদের সামনে কথা বলেন তিনি। তারপরই সেই অভিযোগকে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)। আর প্রধান বিচারপতি (সিজেপি) কাজী ফয়েজ ইসা লিয়াকত আলীর ‘কারুচুপি’র তথ্যের প্রমাণ চেয়েছেন। খবর সামা টিভির।

পাকিস্তানভিত্তিক সামা টিভির প্রতিবেদনে বলা হয়, আজ লিয়াকত আলী চট্টাকে অপসারণ করা হলে তার স্থানে অতিরিক্ত দায়িত্ব নেন ডেপুটি কমিশনার সাঈফ আনোয়ার।  

রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে লিয়াকত আলী বলেছিলেন, তার ওপর এতো ‘চাপ’ ছিল যে তিনি আজ সকালের নামাজের পর আত্মহত্যার চিন্তা করেছিলেন। তিনি বলেন, ‘পরে আমি ভেবে দেখলাম, জনসাধারণের সামনে বিষয়গুলো কেন তুলে ধরছি না? আমি কেন হারাম ভাবে মরব?’

এরপর থেকে আলোচনার তুঙ্গে পাকিস্তানের নির্বাচন। তারপর এ বিষয় ঘিরেই দিন কেটেছে পাকিস্তানের।