সিংহ-সিংহীর নাম পাল্টাতে কলকাতা হাইকোর্টের নির্দেশ

Looks like you've blocked notifications!

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি জেলার বেঙ্গল সাফারি পার্কে ত্রিপুরা রাজ্য থেকে আনা দুটি সিংহের নাম নিয়ে তুলকালাম হয়েছে। সিংহ দুটির নাম পরিবর্তনের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এমনকি বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) দাবিকে অনুসমর্থন জানিয়ে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে সিংহ দুটির নাম পরিবর্তন করার বিষয়ে নির্দেশ দিয়েছে। এমন খবর প্রকাশ করেছে আল জাজিরা।

জানা যায়, ত্রিপুরা রাজ্য থেকে আনার পর সিংহটির নাম রাখা হয় মুঘল সম্রাট আকবরের নামে আর হিন্দু দেবী সীতার নামে সিংহীর নাম রাখা হয়। তাদের এক ঘরে রাখা হয়। তাতেই আপত্তি জানায় হিন্দু জাতীয়তাবাদীরা। বিশ্ব হিন্দু পরিষদের এক কর্মকর্তা অনুপ মণ্ডল গত রোববার বলেন, ‘সীতা মুঘল সম্রাট আকবরের সাথে থাকতে পারবে না’।

বিষয়টি গড়ায় আদালতে। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ১৬ ফেব্রুয়ারি রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আদালত হিন্দু দেবতার নামে নামকরণ করা সীতা নামক সিংহীর নাম পরিবর্তনের অনুরোধের আবেদনের শুনানি করেন।

মামলার পর বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি দুলাল চন্দ্র রায় বলেন, বেঙ্গল সাফারি পার্কে যে সিংহী আনা হয়েছে তার নাম রাখা হয়েছে সীতা। এতে আমাদের হিন্দু ধর্মের ওপর আঘাত করা হয়েছে। এই নাম নিয়ে আমাদের তীব্র আপত্তি রয়েছে। তাই আমরা উচ্চ আদালতের দারস্থ হলাম।

মামলার আইনজীবী শুভঙ্কর দত্ত বলেন, ত্রিপুরা থেকে সিংহ দুটিকে আনা হয়েছে। সরকারি নথিতে তাদের নাম লেখা ছিলো প্যানথেরা লায়ন মেল ও ফিমেল। পাশাপাশি তাদের আইডি নম্বর দেওয়া ছিল। কিন্তু এখানে আসার পর তাদের নাম দেওয়া হয়েছে আকবর ও সীতা। তাই সীতা নামের পরিবর্তন চেয়ে আমরা আজ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করলাম। আমরা স্টেট জু অথরিটি এবং বেঙ্গল সাফারি ডাইরেক্টরকে এই মামলার বিবাদী করেছি।

ত্রিপুরার বিশালগড়ের সিপাহিজলা চিড়িয়াখানা থেকে গত ১২ ফেব্রুয়ারি বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হয় এই সিংহ দম্পতিকে। তাদের সঙ্গে আনা হয় একজোড়া লেপার্ড ক্যাট ও চশমাবাঁদর বা ম্যাজেস্টিক লাঙ্গুরও। বাকি পশুদের নিয়ে কোনো বিতর্ক দেখা না গেলেও ঝামেলা বেঁধেছে বনের রাজা সিংহকে নিয়ে।