ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিমান হামলা

Looks like you've blocked notifications!
ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুতে হামলায় অংশ নেওয়া যুক্তরাজ্যের বিমান বাহিনীর টাইফুন যুদ্ধবিমান। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বাহিনী ইয়েমেনে হুতিদের ১৮টি লক্ষ্যবস্তুতে গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) আবারও নতুন করে হামলা চালিয়েছে। লোহিত সাগরের বিভিন্ন জাহাজে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সপ্তাহজুড়ে হামলা চালানোর পর এই বিমান হামলা চালানো হলো। খবর এএফপির।

পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের আটটি অঞ্চলের মোট ১৮টি অবস্থানে এই হামলা চালানো হয়েছে। এসব  লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে অস্ত্র গুদাম, আক্রমণের জন্য ব্যবহৃত ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও হেলিকপ্টার। হামলার প্রতি সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া, বাহরাইন, ডেনমার্ক, কানাডা, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড। এ মাসে এটি ছিল এই ধরনের দ্বিতীয় আক্রমণ।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্য নভেম্বর থেকে হুতিরা বিভিন্ন বাণিজ্যিক জাহাজে ৪৫টিরও বেশি হামলা চালিয়েছে। এর ফলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে এবং বিশ্ব বাণিজ্য হুমকির মুখে পড়েছে। এ কারণেই এর জবাব দেওয়া প্রয়োজন হয়ে দেখা দিয়েছে।

হুতি পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন এক প্রতিবেদনে বলেছে, রাজধানী সানায় সিরিজ হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের পশ্চিমের একটি শহর থেকে এএফপির সংবাদদাতা জানিয়েছেন, তিনি সেখানে বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

পৃথক বিবৃতিতে পেন্টাগন প্রধান লয়েড অস্টিন বলেন, ‘বিশ্বের অন্যতম জটিল জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাণিজ্য প্রসারের পাশাপাশি জীবন রক্ষায় যেভাবে প্রয়োজন যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে ইতস্তত করবে না।’