নাভালনির মরদেহ ফিরিয়ে দেওয়া হলো তার মায়ের কাছে

Looks like you've blocked notifications!
রাশিয়ার বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যালেক্সেই নাভালনি। এএফপির ফাইল ছবি

রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ অ্যালেক্সেই নাভালনির মরদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমাইশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) বলেন, ‘নাভালনির মরদেহ তার মায়ের কাছে দেওয়া হয়েছে। এই দাবির প্রতি যারা সমর্থন দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ।’

ইয়ারমাইশ আরও জানান, নাভালনির অন্ত্যেষ্টিক্রিয়ার বিস্তারিত কর্মসূচি এখনো গ্রহণ করা হয়নি আর এক্ষেত্রে কর্তৃপক্ষ আবারও হস্তক্ষেপ করবে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। খবর আলজাজিরার।

নাভালনির দুর্নীতি দমন বিষয়ক ফাউন্ডেশনের পরিচালক ইভান জাডানভও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায়। তিনিও রুশ কর্তৃপক্ষের কাছ থেকে মরদেহ ফিরিয়ে আনতে সবার প্রচেষ্টায় ধন্যবাদ জানান।

নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া এর আগে নাভালনির মরদেহ সৎকারের জন্য তা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে খ্রিষ্টান মূল্যবোধকে উপহাস করার অভিযোগ তুলেছিলেন। পুতিনের প্রতি এক ভিডিও বার্তায় ইউলিয়া বলেন, ‘আপনি বেঁচে থাকতে তাকে অত্যাচার করেছেন, এখন মরে যাবার পরও তার মৃতদেহের ওপর অত্যাচার চালাচ্ছেন। আপনি মরদেহের সঙ্গে উপহাস করছেন।’

চরমপন্থার অভিযোগ নিয়ে ১৯ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে অ্যালেক্সেই নাভালনি গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিকের একটি সর্বোচ্চ নিরাপত্তা কারগারে মৃত্যুবরণ করেন। ৪৭ বছর বয়সী নাভালনিকে রাশিয়ার সবচেয়ে প্রতিশ্রুতিশীল বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হতো।

নাভালনির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে দায়ী করে আসছেন। কেউ কেউ এজন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকেও সরাসরি দোষ দিয়েছেন।

তবে রুশ কর্তৃপক্ষ এইসব দাবিকে বাতিল করে দিয়ে বলেছে নাভালনির মৃত্যু হয়েছে খুব স্বাভাবিকভাবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আনা এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অবমাননাকর হিসেবে অভিহিত করেছেন।

এর আগে নাভালনির মা লুদমিলা নাভালনায়া জানিয়েছিলেন রাশিয়ার তদন্তকারীরা তাকে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে গোপনে তার ছেলের কবর দিতে চাপ দিয়ে আসছিলেন। নাভালনির মা এখনো আর্কটিক অঞ্চলেই অবস্থান করছেন বলে জানা গেছে।