গায়ে আগুন দিয়ে গণহত্যার প্রতি ধিক্কার জানালেন অ্যারন বুশনেল

Looks like you've blocked notifications!
নিজের গায়ে আগুন দিয়ে ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ জানান মার্কিন বিমানসেনা অ্যারন বুশনেল। ছবি : ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গত রোববার (২৫ ফেব্রুয়ারি) ইসরায়েলি দূতাবাসের সামনে ‘ফ্রি প্যালেস্টাইন’ চিৎকার করে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন মার্কিন বিমান বাহিনীর একজন নিয়মিত সদস্য।

জানা গেছে, ২৫ বছর বয়সী ওই বিমানসেনার নাম অ্যারন বুশনেল। ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় যে গণহত্যা চালাচ্ছে তার প্রতি ধিক্কার জানাতে প্রতিবাদের এই মর্মস্পর্শী উপায় অবলম্বন করেন তিনি।

গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ শুরুর ১৪৩টি দিন পেরিয়ে গেলেও এতটুকু কমেনি নিরীহ ফিলিস্তিনিদের প্রতি বর্বরতা। ইতোমধ্যে ইসরায়েলের আকাশ ও স্থলপথের আক্রমণে সেখানে ৩০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন যাদের বেশিরভাগই নিরীহ শিশু ও নারী। তবুও থামেনি নৃশংসতা। তাই বিশ্ববাসীর দৃষ্টি ফেরাতে নিজের জীবন দিয়ে প্রতিবাদ জানালেন অ্যারন বুশনেল যিনি কিনা ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন সক্রিয় সদস্য।