ড. ইউনূসের ঘটনায় জাতিসংঘ গভীরভাবে নজর রাখছে : স্টিফেন ডুজারিক

Looks like you've blocked notifications!
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ছবি : জাতিসংঘের ইউটিউব ফেরিফায়েড চ্যানেল থেকে নেওয়া

জাতিসংঘ নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘটনার ওপর গভীরভাবে নজর রাখছে বলে জানিয়েছেন বিশ্বসংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। নিয়মিত ব্রিফিংয়ে গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) এ কথা জানান তিনি।

ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মী প্রশ্ন করেন, নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পরিস্থিতি জাতিসংঘ কীভাবে পর্যবেক্ষণ করছে? জবাবে ডুজারিক বলেন, ‘আমি বলতে চাইছি, বাংলাদেশে আমাদের প্রতিনিধিরা ওই ঘটনার ওপর গভীরভাবে নজর রাখছেন। অধ্যাপক ইউনূস তার পুরো কর্মজীবনে জাতিসংঘের একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে কাজ করছেন। আমি মনেকরি, আজ আমরা যে উন্নয়নকাজ করছি, সেখানে তার কাজ বিশেষ ভূমিকা রাখছে।’

ওই গণমাধ্যমকর্মীর অপর প্রশ্নে ৭ জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশে বিরোধী দলের নেতাকর্মী গ্রেপ্তার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুর তথ্য তুলে ধরে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে অল্প কয়েকজনকে মুক্তি দেওয়া হয়েছে। আপনি কি অন্য বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানাবেন? উত্তরে ডুজারিক বলেন, এ বিষয়ে আমাদের অবস্থান আগের মতোই। শান্তিপূর্ণভাবে মতপ্রকাশ করতে গিয়ে আটক হয়ে থাকলে তাদের সবাইকে মুক্তির আহ্বান আমরা জানিয়ে যাব।